কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পত্রিকার হকার খুন
কুমিল্লায় ছুরিকাঘাতে মো: ফারুক হোসেন (২৫) নামে এক পত্রিকা-হকারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পালপাড়া ব্রিজের পাশে বাবু বাজার এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারুক আদর্শ সদর উপজেলার উত্তর জামবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার পালপাড়া ব্রিজের পাশে বাবু বাজার এলাকায় ফারুকের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরে বাড়ি থেকে পত্রিকা বিলি করার জন্য সে বের হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের অনেক চিহ্ন রয়েছে। কোতয়ালী মডেল থানা পুলিশের ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ শাহীন জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
No comments