ঈশ্বরগঞ্জে আ’লীগের সংবর্ধনা অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকা ও আশপাশের তিন কিলোমিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ঈশ্বরগঞ্জ আসনের সাবেক এমপি মো: আবদুছ ছাত্তার দলীয় কেন্দ্রীয় পদ লাভ করায় আজ মঙ্গলবার স্থানীয় চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পৌর আওয়ামী লীগ। গণসংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম এমপি, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো: মতিউর রহমান এমপিসহ কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল সংবর্ধনা অনুষ্ঠানটির বিরোধিতার করে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগসহ এলাকায় নেতাকর্মীদের নিয়ে আন্দোলন শুরু করেন। ওই পরিস্থিতিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির পরামর্শে ময়নসিংহ জেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবারের গণসংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করে গতকাল সোমবার বিকেলে একটি চিঠি দেয়।
কিন্তু গণসংর্বনা অনুষ্ঠানের প্রস্তুতি চলতে থাকলেও ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল গ্রুপের দেওয়া প্রতিহতের ঘোষণায় উত্তেজনা তৈরি হয়। উদ্ভুত পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে মাইকিং করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত আদেশপত্রে বলা হয়েছে, চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে আহ্বান করা জনসভা একটি পক্ষ প্রতিহতের ঘোষণা দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সমাবেশ স্থল, পৌর এলাকা ও এর আশপাশের তিন কিলোমিটার এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল মিটিটং, মোটর শোভাযাত্রা, লাঠিসোঠা, যেকোনো প্রকার অস্ত্র বহন, ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত ও একত্রে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো: বদরুল আলম খান জানান, আওয়ামী লীগের দুটি পক্ষের নিজ নিজ কর্মসূচিতে অটল থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
No comments