সাভারে ট্যানারি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
সাভারে এপেক্স ট্যানারি কারখানার মেশিন মেকানিক শামিম হোসেনের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে সাভারের হেমায়েতপুরের হরিণধরার চামড়া শিল্প নগরীর এপেক্স ট্যানারিতে এ ঘটনা ঘটে। শামিম হোসেন কারখানার ভেতরের একটি রুমে থাকতেন। সে রাজধানীর গুলশানের বড় বেরাইদ এলাকার নুরুল আমিনের ছেলে।
এ বিষয়ে এপেক্স ট্যানারির জিএম মোহাম্মদ আলী বলেন কিভাবে ওই মেকানিকের মৃত্যু হয়েছে তা তার জানা নেই। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
No comments