শাকিবপুত্রের মতো সন্তান চান মাহি!
গতকালই জনসমক্ষে আসা চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র পুত্রসন্তান আব্রাহাম খান জয়কে অনেক মনে ধরেছে আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহির। তিনিও সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন যেন তারও এমন একটি সন্তানের জন্ম হয়। আজ মঙ্গলবার সকালে মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে শাকিব-অপু পুত্রের একটি ছবি পোস্ট করে তার নিচে ক্যাপশনে এমনটাই জানিয়েছেন।
মাহি লিখেছেন, ‘আমি প্রতিদিন আল্লাহকে বলবো, ‘তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি দিও। ওত মায়া, ওত নিষ্পাপ চোখের একটা জয় দিও’, ইনশাল্লাহ। গত বছর সিলেটের ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান অপুকে বিয়ে করেন মাহি। উল্লেখ, গতকাল সোমবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। এ সময় তার কোলে ছিল এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।
No comments