বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে : হাছান মাহমুদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। জনগণকে বিভ্রান্ত না করার আহবান জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে ভারতের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। তাদের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মাত্র। এটা নিয়ে বিএনপি কেন বিরোধিতা করছে তা বোধগোম্য নয়। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিরোধিতা করে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান। তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে ভারতের সাথে আগে গঙা চুক্তিও ছিল না, আওয়ামী লীগ সরকার সেই চুক্তি করেছে। তেমনি তিস্তা চুক্তিও হবে, এটা সময়ের ব্যাপার মাত্র। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। তিনি আরো বলেন, থলের বিড়াল এখন বের হয়ে গেছে। বিএনপি যে পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট হয়ে কাজ করছে বিএনপি নেতাদের এই কয়েকদিনের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হলেও তাদের পাকিস্তান প্রীতি এখনো যায়নি। সম্প্রতি টিআইবির প্রকাশিত এক প্রতিবেদনের সমালোচনা করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, যারা দেশের শান্তি চায় না, গণতন্ত্র চায় না, দেশের স্থিতিশীলতা নষ্ট করছে তাদের হাতকে শক্তিশালী করতে টিআইবি এধরনের প্রতিবেদন প্রকাশ করছে।
No comments