দীর্ঘ ক্যারিয়ার আত্মবিশ্বাসী করেছে : মাশরাফি
শ্রীলঙ্কা সফরেই টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা। তার অবসরের খবর শুনে তোলপাড় শুরু। আলোচনা-সমালোচনা চলছে এখনো। এ নিয়ে এতদিন কিছু্ই বলেননি মাশরাফি। তবে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে খুলে বলেছেন তার সব কথা। বলেছেন তার দীর্ঘ ক্যারিয়ার তাকে আত্মবিশ্বাসী করেছে। বলেন, আসলে আমার আত্মবিশ্বাস এসেছে মূলত দীর্ঘ ক্যারিয়ার থেকে, যখন থেকে আমি খেলা শুরু করেছি, তখন থেকেই।
আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছি, তখন মনে করতাম, খুব ভয়ঙ্কর কোনো ওপেনার তো সম্ভবত এখন আর নেই। অথচ প্রতিটি দলেই ছিল বিখ্যাত সব ওপেনিং ব্যাটসম্যান। ভারতের ছিল গৌতম গম্ভীর, বিরেন্দর শেবাগ, অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস এবং গ্রায়েম স্মিথ। তবে বর্তমান সময়ের ওপেনাররা টেকনিক্যালি খুব ভালোমানের নয়। এ কারণে আমার কাজটা সহজ হয়ে যায়।
No comments