গাজীপুরে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
গাজীপুরের অস্ত্র মামলায় রেজাউল করিম ওরফে কালু (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। একই সঙ্গে অন্য একটি ধারায় আসামিকে ১০ বছরে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগানটুলি গ্রামের সাইফুর রহমানের ছেলে। গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান,
২০১৩ সালে ১৩ মার্চ সালনা হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. আলমগীর সিদ্দিকী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা চেকপোস্টে ঢাকাগামী সাথি পরিবহনের একটি বাস তল্লাশি করেন। এসময় টিকিটবিহীন যাত্রী কালুর ব্যাগ থেকে ২টি ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তল, ৪টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরে এ ব্যাপারে পরিদর্শক মো. আলমগীর সিদ্দিকী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৩ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে মঙ্গলবার আদলতের বিচারক এই রায় দেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট মো. হারিজ উদ্দিন আহমেদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব মামলাটি পরিচালনা করেন।
No comments