যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোর্নিয়ার একটি স্কুলে গুলিতে একটি শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছে। স্যান বারনারডিনোর প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যক্তি শ্রেণীকক্ষে ঢুকে তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে গুলি করে হত্যা করে। তিনি ওই স্কুলের শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছিলেন। তার পেছনে থাকা দুই শিশু গুলিতে আহত হয়। পরে একটি শিশু মারা যায়। করে।
লোকটি পরে নিজের দিকে বন্দুক তাক করে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুলি করার আগে তিনি কোনো কথা বলেননি। সেড্রিক অ্যান্ডারসন নামের ওই ব্যক্তির বয়স ৫৩। তার সাবেক স্ত্রীর বয়সও ৫৩। নিহত ছাত্রটির বয়স ৮ বছর। পুলিশ একে খুন-আত্মহত্যা হিসেবে অভিহিত করেছে। স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে।
লোকটি পরে নিজের দিকে বন্দুক তাক করে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুলি করার আগে তিনি কোনো কথা বলেননি। সেড্রিক অ্যান্ডারসন নামের ওই ব্যক্তির বয়স ৫৩। তার সাবেক স্ত্রীর বয়সও ৫৩। নিহত ছাত্রটির বয়স ৮ বছর। পুলিশ একে খুন-আত্মহত্যা হিসেবে অভিহিত করেছে। স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে।
No comments