কুমিল্লায় পত্রিকার হকারকে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় মো. ফারুক হোসেন (২২) নামের এক পত্রিকার হকারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে একই উপজেলার উত্তর জামবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে পালপাড়া ব্রিজ সংলগ্ন বাবু বাজার এলাকায় তার ক্ষতবিক্ষত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ভোরে ফারুক পত্রিকা বিলি করতে বাড়ি থেকে বের হয়। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে। এ বিষয়ে স্থানীয় ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীন আলম জানান, নিহতের শরীরে ৬টি ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
No comments