এবার ট্রাম্পের ডেপুটি নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেটি ম্যাকফারল্যান্ড পদত্যাগ করেছেন। রোববার তাকে ওই পদ থেকে সরে যেতে বলা হয়। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) শীর্ষ পদগুলোতে কেউ স্থায়ী হতে পারছেন না। ট্রাম্প প্রশাসনের ৩ মাসের মধ্যে এর আগে এনএসসির প্রধানসহ ২ জন পদ ছাড়েন। খবর বিবিসির। মার্কিন গণমাধ্যমে প্রকাশ, ৬৫ বছর বয়সী ফক্স নিউজের সাবেক নিরাপত্তা বিশ্লেষক ম্যাকফারল্যান্ডকে সিঙ্গাপুরে মার্কিন রাস্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। এ কারণে তাকে ডেপুটি নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে সরানো হল। যদিও তার নিয়োগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেয়াই এনএসসির মূল কাজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার এক মাস না যেতেই পদত্যাগে বাধ্য হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। তার বিরুদ্ধে রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠে। মার্কিন ইতিহাসে তিনিই ছিলেন সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরপর গত ৫ এপ্রিল এনএসসি থেকে জ্যেষ্ঠ কৌশলবিদ স্টিভ ব্যাননকে অপসারণ করেন ট্রাম্প। বলা হয়, মাইকেল ফ্লিনের ওপর নজর রাখার জন্যই ব্যাননকে এনএসসিতে নিয়োগ দেয়া হয়েছিল। এখন এ কাজের সুযোগ না থাকায় তাকে সরানো হচ্ছে। তবে ট্রাম্পের এ সিদ্ধান্ত ব্যাননের জন্য পদাবনতি নয়। যদিও তাকে প্রশাসনের অন্য কোনো পদে নিয়োগ দেয়া হয়নি।
No comments