রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচের আদেশ কারাগারে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত উগ্রবাদী নেতা দেলোয়ার হোসেন রিপনের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি আবদুল হামিদ কর্তৃক নাকচ করে দেয়ার আদেশ সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতির আদেশনামা কারাগারে পৌঁছায়। এর ফলে তার ফাঁসি কার্যকরে আর কোনো বাধা রইল না। এখন জেলকোড অনুযায়ী ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো: আবু সায়েম জানিয়েছেন, উগ্রবাদী নেতা দেলোয়ার হোসেন রিপনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত কাগজপত্র আজ সকালে তাদের কাছে পৌঁছেছে। এখন কারাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়া তিন জঙ্গির মধ্যে অন্য দুজন বন্দি আছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। কারা সূত্রে জানা গেছে, রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। ফাঁসির আদেশ পাওয়ার পর পরই যাতে তা কার্যকর করা যায়, সেজন্য ফাঁসির মঞ্চ ও কারাগারের ৮-১০ জন জল্লাদকে প্রস্তত রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এএসআই কামাল উদ্দিন। এছাড়া হাসপাতালে নেয়ার পর মারা যান পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি। এ ঘটনায় আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। তাদের আবেদন গত ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যায়। এরপর প্রাণভিক্ষার আবেদন করেন দণ্ডপ্রাপ্তরা। কিন্তু রাষ্ট্রপতি তাদের আবেদন খারিজ করে দেন।
No comments