লিবিয়াকে তিন টুকরোর পরিকল্পনা ট্রাম্প উপদেষ্টার



মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রবিষয়ক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লিবিয়াকে তিন ভাগে টুকরো করার প্রস্তাব দিয়েছিলেন। সেবাস্টিয়ান গোর্কা নামের ওই কর্মকর্তা একজন ইউরোপীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের সময় রুমালের ওপর ম্যাপ এঁকে তার পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। লন্ডনভিত্তিক প্রভাবশালী সংবাদপত্র দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এ বৈঠক হয়। তবে ইউরোপীয় কূটনীতিক সরাসরি ওই প্রস্তাব নাকচ করে বলেন, লিবিয়ার জন্য এর চেয়ে খারাপ পরিকল্পনা আর কিছু হতে পারে না। গোর্কা এখন লিবিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন। তবে ট্রাম্প এ ধরনের কোনো পদ আদৌ তৈরি করবেন কিনা,
তা এখনও পরিষ্কার না। ২০১১ সালে ন্যাটোর নেতৃত্বে এক অভিযানে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই লিবিয়াতে গৃহযুদ্ধ চলছে। লিবিয়ায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি জাতীয় সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন জোর সমর্থন জানিয়েছিল। দ্য গার্ডিয়ান বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার এ নীতিমালা পাল্টে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেবাস্টিয়ান গোর্কার সঙ্গে হাঙ্গেরির উগ্র ডানপন্থী দলের যোগাযোগ রয়েছে বলে অতীতে তার প্রবল সমালোচনা হয়েছে।

No comments

Powered by Blogger.