মিরাজ যেভাবে মাশরাফিকে বদলে দিলেন
শ্রীলঙ্কা সফরে মাশরাফি মর্তুজা ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। আর মেহেদী হাসান মিরাজ মাত্র দলে সুযোগ পেয়েছেন। কিন্তু তৃতীয় একদিনের ম্যাচে সেই মেহেদীই অনুপ্রাণিত করলেন মাশরাফিকে। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে অকপটে সেই কথাই জানিয়েছেন মাশরাফি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তার অভিষেক হয়েছে এই সফরে। সবেচেয়ে উল্লেখযোগ্য দিক হলো একজন মানুষ হিসেবে তার ইতিবাচক মনোভাব। এটা আমাকে খুব অবাক করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে যখন আমি (২৬তম ওভারে) ব্যাট করতে নেমেছি, তখন আমি তাকে বললাম ৪১তম ওভার পর্যন্ত টিকে থাকতে। কারণ, আমরা খুব ভালো অবস্থানে ছিলাম না। আমরা অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছিলাম। যখন একটি ওভার মেডেন খেলে ফেললো, সে আমার কাছে এলো এবং বললো, এভাবে খেলতে পারবে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? সে বললো, আমরা হারবো এই ম্যাচে।
সেটা দুই রানে হোক আর ১৫০ রানে হোক। সুতরাং, আমাদেরকে আরো ইতিবাচক খেলা উচিৎ। এটা হয়তো আমাদের সামনে জয়ের একটা সুযোগও তৈরি করে দিতে পারে। পরের ওভারে আমি দুটি বাউন্ডারি মারলাম। এরপর সে আমার কাছে আসলো এবং বললো- এটাই আমাদের খেলা। এভাবেই আমরা খেলবো। আমরা ম্যাচটা হেরেছি সত্য; কিন্তু তার ইতিবাচক অবস্থান আমার খুব ভালো লেগেছে। পরের দিন রাতে সে আমাদের সামনে কিছু অভিনয় করে দেখাল। অনেকটা ছোটবেলায় সে যেভাবে করতো, তেমনই। এটা ছিল খুবই মজার; কিন্তু আমরা অন্যরা এটা করে দেখাতে পারলাম না। এটা ছিল মাঠের বাইরের ব্যাপার। তবে এখানেও দেখলাম তাকে সে খুব আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস- এ বিষয়টা তার খেলায়ও বেশ প্রভাব বিস্তার করবে।
No comments