পাকিস্তান সীমান্তে ইরানি সেনা কমান্ডার নিহত
ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থানীয় কমান্ডার দুই আইএস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। দায়িত্ব পালনের অংশ হিসেবে ভ্রমণের সময়ে পাকিস্তান-সীমান্তের কাছাকাছি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদানের কুরিন অঞ্চলে কমান্ডার রুহল্লাহ আলাই ওপর হামলা চালানো হয়।
আততায়ী দু’জনেই ইরানের স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজের গুলিতে নিহত হয়েছে। আইআরজিসি’র সালমান ইউনিটের ১১০ ব্রিগেডের কুরিল ব্যাটেলিয়নের কমান্ডার ছিলেন শহীদ আলাই। এ ব্রিগেডকে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে মোতায়েন রাখা হয়েছে। সূত্র : ওয়েবসাইট
No comments