যাত্রীকে টেনে-হিঁচড়ে বের করে দিল ইউনাইটেড এয়ারলাইন্স
যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক এশীয় চিকিৎসককে টেনে-হিঁচড়ে নামিয়ে দিল উনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের কর্মীরা। এর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন সংস্থাটি। উড়োজাহাজের ভেতর থেকে ধারণ করা করা ওই ভিডিওতে দেখা যায়, এক যাত্রীকে জোর করে তার আসন থেকে তুলে নিয়ে দুই সারি আসনের মাঝ দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রোববার সন্ধ্যায় শিকাগো বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে লুইসভিলের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে ইউনাইটেড এয়ারলাইন্সের ওই ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে বিবিসির খবর। বিবিসি জানিয়েছে, ৫০ সেকেন্ডের ওই ভিডিও টুইটারে আসার পর তা রিটুইট করা হয় অন্তত ১৬ হাজার বার। ভিডিওটি টুইটারে পোস্ট করে জেসি ডি অ্যানসপ্যাচ নামে ওই বিমানের এক যাত্রী জানান, সব আসনের টিকেট বিক্রি হওয়ার পরও নতুন কয়েকজনের জন্য বিমানযাত্রীদের আসন ছেড়ে বিমান থেকে নেমে যেতে বলা হয়। জেসি বলেন, ইউনাইটেড এয়ারলাইনসের কর্মীরা প্রথমে তিনিসহ চারজনকে আসন ছেড়ে দিতে বলেন। ওই আসনগুলোতে নতুন যাত্রীদের যাত্রার ব্যবস্থা করা হবে।
তবে তাদের প্রস্তাবে রাজি হননি জেসি। এরপর বিমানকর্মীরা যান এশীয় ওই চিকিৎসক ও তার স্ত্রীর কাছে। কিন্তু আগামীকাল হাসপাতালে তার দায়িত্ব আছে বলে বিমানকর্মীদের এড়িয়ে যেতে চান। কিন্তু তাঁর কোনো কথা শোনেনি দায়িত্বরত কর্মীরা। জোর করে বিমান থেকে নামানো হলো তাঁকে। এরপর তাঁর আসন দেওয়া হয় অন্য যাত্রীকে। এদিকে, ইউনাইটেড কর্তৃপক্ষ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে। এ ছাড়া ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা। বিমানের আরেকজন যাত্রী টুইটারে লেখেন, ‘তারা যাকে খুশি তাকেই বিমান থেকে নেমে যেতে বলছিল, যাতে তাদের নিজেদের যাত্রীরা বিমানে যেতে পারে। শেষে এক চিকিৎসককে নেমে যেতে বাধ্য করা হয়। এটা বিরক্তিকর।’
No comments