চাটমোহরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
পাবনার চাটমোহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিমু খান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী রুহুল আমিন (২৫) নামে অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের দরাপপুর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। নিহত নিমু সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার নওগাঁ গ্রামের নাসির খানের ছেলে। আহত রুহুল ভাঙ্গুড়া উপজেলার ঘোষ বেলাই গ্রামের আব্দুস সামাদের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হান্ডিয়াল বাজার থেকে মোটরসাইকেলযোগে নিমু ও রুহুল চাটমোহরের উদ্দেশে রওনা দেন। অপরদিকে চাটমোহর থেকে হান্ডিয়ালগামী ব্যাটারিচালিত অটোভ্যানের সাথে দরাপপুর ব্রিজের ওপর তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিমুর পেটের মধ্যে ভ্যানের রড ঢুকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অটোভ্যান চালক আহত হলে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হান্ডিয়াল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি তদন্ত) শাহীন রেজা জানান, ঘটনার পর নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments