শিক্ষার্থী নিহতের পর সাভারে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
বহিরাগতদের গুলিতে শিক্ষাথী সিফাত হোসেন (২৩) নিহতের ঘটনায় সাভারের বিরুলিয়ায় সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আগামী ১৭ এপ্রিল সোমবার পর্যন্ত সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। সকালে ক্যাম্পাসের মূল ফটকে এ বন্ধের নোটিস টাঙ্গিয়ে দেয়া হয়। এদিকে সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নিদের্শ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তেও শুরু করেছে। শিক্ষার্থীরা জানায়, রোববার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহেদের সঙ্গে অপর ছাত্র বাপ্পির বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমঘটিত বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়।
সোমবার দুপুরে শাহেদ তার কয়েকজন সহপাঠীসহ ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে ছিল। এসময় বাপ্পির ভাড়াটে সন্ত্রাসীরা খাগান বাজারে শিক্ষার্থীদের ওপর এলোপাথারিভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাত নিহত হয়। এসময় বাসুদেব নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৭ জন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী বাপ্পিকে প্রধান আসামি করে বেশ কয়েক জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থী সিফাতের পরিবার। এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত সন্দেহ চারজনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম জানান, আসামিদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। নিহত সিফাতের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানান তিনি।
No comments