৪২৫ কিমি মহাসড়ক প্রশস্ত ও মান উন্নয়নের সিদ্ধান্ত
দেশের আঞ্চলিক মহাসড়কগুলো চাহিদা অনুযায়ি প্রশস্ত নয়। ভারী যানবাহন চলাচলের উপযুক্ত নয়। এইসব সড়কের মান উন্নয়নের জন্য সরকারি অর্থায়নে পদক্ষেপ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে খুলনা, কুমিল্লা ও রংপুর জোনে মোট ৪২৫ দশমিক ৪০ কিলোমিটার রাস্তার উন্নয়ন করা হচ্ছে। তিনটি পৃথক প্রকল্পের মাধ্যমে এই উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় চলমান উপকুলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্পটিসহ আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের জানান। অনুমোদিত ৮ প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ২৮৯ কোটি ৪৩ লাখ টাকা।
যার মধ্যে সরকারি ২ হাজার ৪১২ কোটি ৪৪ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা ৮৪২ কোটি ৪০ লাখ টাকা। জানা যায়, রাস্তা উন্নয়নে মোট ব্যয় হবে এক হাজার ৬৭৪ কোটি ২৩ লাখ টাকা। সড়কগুলোর বিদ্যমান পেভমেন্ট শক্তিশালীকরণ, পেভমেন্ট প্রশস্ত করা, বাস বে নির্মাণ, সড়কের বাঁধ প্রশস্ত ও উঁচু করা হবে। পরিকল্পনামন্ত্রী জানান, সভায় প্রধানমন্ত্রী পুলিশের আবাসনের ব্যবস্থা করা নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যেসব শেল্টার নির্মাণ করা হবে সেগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করে। সেখানে ছাদে জলাধার থাকতে হবে। যাতে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা পাইপ দিয়ে ব্যবহার করা।
No comments