তিন লাখ সেনা কমাবে চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে এক বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন। বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে এ কুচকাওয়াজ শুরু হয়। উল্লেখ্য, ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। দেশটির সামরিক কুচকাওয়াজের ইতিহাসে এবারই প্রথমবারের মতো সেনাবাহিনীর ১২ হাজার সৈন্য এবং ১ হাজার বিদেশী সেনা অংশ নিয়েছে। এছাড়া এ কুচকাওয়াজের অংশ হিসেবে পাঁচ শতাধিক সমরাস্ত্রের প্রদর্শনী হবে। সবমিলিয়ে দেশটির ইতিহাসে এমন আয়োজন অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে মালয়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং পূর্ব চীন সাগরের বিতর্কিত এলাকা নিয়ে জাপানের সঙ্গে চীনের সম্পর্কের টানাপোড়েন চলছে। এছাড়া এ দুই সাগরের বিতর্কিত এলাকায় চীনের সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। ঠিক এ সময় বিশালাকারের এ সামরিক কুচকাওয়াজ অন্যদের কাছে চীনের সামরিক শক্তি প্রদর্শনেরই ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় তিয়েনআনমেন স্কয়ারে কুচকাওয়াজ শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই চীনা প্রেসিডেন্ট তার বক্তব্যে ‘যেসব চীনা নাগরিক জাপানের আগ্রাসনের বিরুদ্ধে অটলভাবে লড়াই করেছে’ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি সেনাবাহিনী থেকে ৩ লাখ সেনা কাটছাঁটের ঘোষণা দেন। তবে কবে থেকে এটি শুরু হবে তা তিনি জানাননি। কুচকাওয়াজে ফ্লাই পাস্ট করেছে ২০০ যুদ্ধবিমান। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ট্যাংকসহ পাঁচ শতাধিক সমরাস্ত্রের প্রদর্শনী হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এ কুচকাওয়াজের মাধ্যমে অস্ত্রভাণ্ডারের ৮০ ভাগই এ প্রথম জনসম্মুখে তুলে ধরছে চীন। অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন, সুদানের ওমর আল বশির, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ ৩০টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধি যোগ দিয়েছেন। এর আগে বারাক ওবামাসহ পশ্চিমা নেতাদের অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিল চীন। তবে দ. চীন সাগর ও পূর্ব চীন সাগর নিয়ে অব্যাহত সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে পশ্চিমা নেতারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির তুলনা চীন বাজেট যুক্তরাষ্ট্র
১২৯ বিলিয়ন ডলার ৫৮১ বিলিয়ন ডলার
২.১% জিডিপি থেকে ব্যয়ের হার ৩.৫%
২,৩৩৩,০০০ সেনাসংখ্যা ১,৪৩৩,১৫০
৬,৫৪০ ট্যাংক ২,৭৮৫
১,৬৬৭ যুদ্ধবিমান ২,৩৯৭
৬টি প্রোটোটাইপ স্টিলথ যুদ্ধবিমান ২৪৬
৬৯ সামরিক ড্রোন ৫১৭
১ যুদ্ধবিমানবাহী জাহাজ ১০
১৭ ডেস্ট্রয়ার ৬২
৬৬ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ৪৫০
১২৯ বিলিয়ন ডলার ৫৮১ বিলিয়ন ডলার
২.১% জিডিপি থেকে ব্যয়ের হার ৩.৫%
২,৩৩৩,০০০ সেনাসংখ্যা ১,৪৩৩,১৫০
৬,৫৪০ ট্যাংক ২,৭৮৫
১,৬৬৭ যুদ্ধবিমান ২,৩৯৭
৬টি প্রোটোটাইপ স্টিলথ যুদ্ধবিমান ২৪৬
৬৯ সামরিক ড্রোন ৫১৭
১ যুদ্ধবিমানবাহী জাহাজ ১০
১৭ ডেস্ট্রয়ার ৬২
৬৬ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ৪৫০
No comments