আসুন, বরিশাল নগরবাসীকে অনুসরণ করি
এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশাল নগরের বাসিন্দারা। গত শনিবার তাঁরা উদ্যোগ নিয়ে বরিশাল নগরের মধ্য দিয়ে প্রবাহিত জেল খাল পরিষ্কার করে ফেলেছেন। নানা নেতিবাচক খবরের ভিড়ে এ রকম একটি খবর আমাদের মনে আশা জাগায়। গতকালের প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, গত মে মাসে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা ফেসবুক পেজ ‘বরিশাল: সমস্যা ও সম্ভাবনা’–এর মাধ্যমে নগরের মধ্য দিয়ে প্রবাহিত সাড়ে তিন কিলোমিটার জেল খাল দখলমুক্ত করার আহ্বান জানান জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। এর সঙ্গে যুক্ত হয় বরিশাল সিটি করপোরেশন। চার মাস ধরে খালের দুই পারে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর নগরবাসীকে আহ্বান জানানো হয় জেল খাল পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ার জন্য। শনিবার ছিল সেই দিন।
ওই দিন সকালে নগরবাসী সময়ের আগেই জড়ো হতে থাকেন জেল খালের দুই পারে। ছাত্র-শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, উন্নয়ন সংগঠক, সাংস্কৃতিক সংগঠক, ব্যবসায়ী, রাজনীতিক, পেশাজীবীসহ নগরের কয়েক শ বাসিন্দা একযোগে ঝাঁপিয়ে পড়েন পরিচ্ছন্নতা অভিযানে। বরিশালের নাগরিকেরা স্বেচ্ছায় যে কাজ করে দেখালেন, তা উদাহরণ হয়ে থাকবে। এ ধরনের উদ্যোগ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হলে দখল ও দূষণের শিকার খালগুলোকে উদ্ধার করা সম্ভব হবে। এ ধরনের স্বতঃস্ফূর্ত নাগরিক উদ্যোগ আরও নানা ক্ষেত্রেই নেওয়া যায়। ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনও বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের এ দৃষ্টান্তকে অনুসরণ করতে পারে। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে নিজ নিজ শহরকে বাসযোগ্য রাখতে নগরবাসীর সমর্থন ও অংশগ্রহণ পাওয়া যাবে। আসুন, আমরা বরিশাল নগরবাসীকে অনুসরণ করি।
ওই দিন সকালে নগরবাসী সময়ের আগেই জড়ো হতে থাকেন জেল খালের দুই পারে। ছাত্র-শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, উন্নয়ন সংগঠক, সাংস্কৃতিক সংগঠক, ব্যবসায়ী, রাজনীতিক, পেশাজীবীসহ নগরের কয়েক শ বাসিন্দা একযোগে ঝাঁপিয়ে পড়েন পরিচ্ছন্নতা অভিযানে। বরিশালের নাগরিকেরা স্বেচ্ছায় যে কাজ করে দেখালেন, তা উদাহরণ হয়ে থাকবে। এ ধরনের উদ্যোগ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হলে দখল ও দূষণের শিকার খালগুলোকে উদ্ধার করা সম্ভব হবে। এ ধরনের স্বতঃস্ফূর্ত নাগরিক উদ্যোগ আরও নানা ক্ষেত্রেই নেওয়া যায়। ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনও বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের এ দৃষ্টান্তকে অনুসরণ করতে পারে। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে নিজ নিজ শহরকে বাসযোগ্য রাখতে নগরবাসীর সমর্থন ও অংশগ্রহণ পাওয়া যাবে। আসুন, আমরা বরিশাল নগরবাসীকে অনুসরণ করি।
No comments