বিসিএল বাদ দিয়ে এনসিএল
বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) লংগার ভার্সন শুরু হওয়ার কথা ছিল ২০ সেপ্টেম্বর। কিন্তু হঠাৎ করে আফগানিস্তান সিরিজ চূড়ান্ত হওয়ায় এবং একটি দল তাদের ফ্র্যাঞ্চাইজি তুলে নেয়ার ঘোষণা দেয়ায় এখনই বিসিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। বিসিএলের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। এবার ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলা। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ আসন্ন। তাই ঢাকা ও চট্টগ্রামের বাইরে রাজশাহী, বগুড়া, খুলনা, ফতুল্লা ও বিকেএসপির দুটি মাঠে বিসিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গত বছর প্রথমবারের মতো জাতীয় লীগ দুই স্তরে অনুষ্ঠিত হয়েছে। দ্বৈত লীগ পদ্ধতির এই প্রতিযোগিতার প্রথম স্তরের শেষ দল রংপুর দ্বিতীয় স্তরে নেমে গেছে। আর দ্বিতীয় স্তরের প্রথম দল বরিশাল প্রথম টায়ারে উঠে এসেছে। চলতি মৌসুমের প্রথম স্তরের দলগুলো হল- বরিশাল, ঢাকা মেট্রো, খুলনা ও ঢাকা
বিভাগ। দ্বিতীয় স্তরের দলগুলো হচ্ছে- রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। রোববার টুর্নামেন্ট কমিটির সভা শেষে চেয়ারম্যান সাইফুল আলম স্বপন বলেন, ‘আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় লীগ শুরু হবে। আজকের (কাল) সভায় জেলা ও বিভাগীয় সংস্থার সাধারণ সম্পাদকরা সবাই ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আগামী বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।’ বিসিএল বাদ দিয়ে এনসিএল কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় দলের অনুশীলনের লক্ষ্যেই আমরা বিসিএল করতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আফগানিস্তানের সঙ্গে সিরিজ চূড়ান্ত হওয়ায় বিসিএল না খেলার সিদ্ধান্ত হয়েছে।’ সাইফুল আলম বলেন, ‘বিসিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া খেলতে চায় না। তারা অনেক অর্থ বিনিয়োগ করে। ওই সময় বেশিরভাগ জাতীয় দলের খেলোয়াড় ব্যস্ত থাকবে আন্তর্জাতিক ক্রিকেটে।’
বিভাগ। দ্বিতীয় স্তরের দলগুলো হচ্ছে- রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। রোববার টুর্নামেন্ট কমিটির সভা শেষে চেয়ারম্যান সাইফুল আলম স্বপন বলেন, ‘আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় লীগ শুরু হবে। আজকের (কাল) সভায় জেলা ও বিভাগীয় সংস্থার সাধারণ সম্পাদকরা সবাই ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আগামী বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।’ বিসিএল বাদ দিয়ে এনসিএল কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় দলের অনুশীলনের লক্ষ্যেই আমরা বিসিএল করতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আফগানিস্তানের সঙ্গে সিরিজ চূড়ান্ত হওয়ায় বিসিএল না খেলার সিদ্ধান্ত হয়েছে।’ সাইফুল আলম বলেন, ‘বিসিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া খেলতে চায় না। তারা অনেক অর্থ বিনিয়োগ করে। ওই সময় বেশিরভাগ জাতীয় দলের খেলোয়াড় ব্যস্ত থাকবে আন্তর্জাতিক ক্রিকেটে।’
No comments