সবার অংশগ্রহণে নির্বাচনের বিকল্প নেই by তামান্না মোমিন খান
বিরোধী
দল ছাড়া গণতন্ত্রের সুফল পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।
মানবজমিনকে তিনি বলেছেন, আমাদের দেশে নামে মাত্র বিরোধী দল রয়েছে। সংসদের
ভেতরে বাইরে তারা জনগণের স্বার্থ রক্ষার পক্ষে কোন কথা বলতে পারে না।
বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে রাজনীতি করতে পারছে না। আওয়ামী
লীগ হয়তো ভাবছে বিএনপি রাজনীতির বাইরে থাকায় তারা লাভবান হয়েছে। কিন্তু
আসলে এটা দেশের জন্য বড় ক্ষতি হয়েছে। কারণ সক্রিয় বিরোধী দল না থাকায় যে
শূন্যতার সৃষ্টি হয়েছে এতে করে জঙ্গিবাদ বাড়ছে। বাংলাদেশে মানুষের মত
প্রকাশে বাধা সৃষ্টি করতে ব্লগার-প্রকাশক হত্যা করা হচ্ছে। যেভাবে একের পর
এক হত্যাকাণ্ড ঘটছে মনে হয় দেশ মধ্যযুগে ফিরে যাচ্ছে। দেশে যখন গণতন্ত্র
থাকে না তখন সে দেশে মৌলবাদ জঙ্গিবাদের জন্ম হয়। গণতন্ত্রের মূলতন্ত্র
হচ্ছে দেশের সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা। সকল রাজনৈতিক দলের রাজনীতি
করার সমান সুযোগ। দেশে শিক্ষা, সংস্কৃতির সর্বক্ষেত্রে আজ নৈতিক অবক্ষয়
হয়েছে। প্রশ্নফাঁসসহ ভর্তি পরীক্ষায় পর্যন্ত দুর্নীতি হচ্ছে। দেশে
গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হলে সকলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ
নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন রোবায়েত ফেরদৌস।
No comments