অতিথি পাখি by-মো. মানিক উল্লাহ

শীতকাল এলেই জলাশয়গুলো ভরে যায় অসংখ্য পাখিতে। এসব পাখি প্রতিবছর আমাদের দেশে আসে বলে আমরা তাদের আদর করে অতিথি পাখি ডাকি। প্রতিবছর বিশ্বের নানা স্থান থেকে এরা আসে শীতের শুরুতে, ফিরে যায় শীতের শেষে।
কিন্তু আমাদের সমাজের একশ্রেণির মানুষ আছে, যারা লোভের বশবর্তী হয়ে এসব পাখি শিকার করে থাকে। তাই এসব পাখি শিকারির হাত থেকে রক্ষা করতে ‘অতিথি পাখি আইন’ করা হয়েছে। শুধু আইন করলে যে সব কাজ শেষ হয়ে যায় তা নয়, বরং এর সঠিক ও কার্যকর প্রয়োগের ওপর নির্ভর করে এর বাস্তবায়ন। তাই আসুন, আমরা প্রত্যেকেই সচেতন হই, গড়ে তুলি অতিথি পাখির জন্য নিরাপদ আশ্রয়।
মো. মানিক উল্লাহ
সিরাজগঞ্জ।

No comments

Powered by Blogger.