কমিউনিটি ক্লিনিক by-অমিত বণিক
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার সুফল ভোগ করছে গ্রামীণ মানুষ। কমিউনিটি
হেলথ কেয়ার প্রোভাইডাররা শুক্রবার ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল নয়টা
থেকে বেলা তিনটা পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থাকেন। কমিউনিটি
ক্লিনিকগুলোয় প্রজননস্বাস্থ্য পরিচর্যার আওতায় অন্তঃসত্ত্বা নারীদের
প্রসবপূর্ব প্রতিষেধক টিকাদানসহ প্রসব–পরবর্তী সময়ে নবজাতকসহ মাকেও
স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
সময়মতো যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিও, ধনুষ্টংকার, হাম, হেপাটাইটিস-বি, নিউমোনিয়ার টিকাদানসহ শিশু-কিশোর-কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিকে যক্ষ্মা, ম্যালেরিয়া, কুষ্ঠ, কালাজ্বর, ডায়রিয়াসহ অন্যান্য সংক্রামক রোগের সীমিত চিকিৎসা-সুবিধা রয়েছে। তবে সব জায়গায় যে পর্যাপ্ত চিকিৎসক ও অবকাঠামো আছে, তা নয়। এসব নিশ্চিত করতে পারলে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
অমিত বণিক, কটিয়াদী, কিশোরগঞ্জ।
সময়মতো যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিও, ধনুষ্টংকার, হাম, হেপাটাইটিস-বি, নিউমোনিয়ার টিকাদানসহ শিশু-কিশোর-কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিকে যক্ষ্মা, ম্যালেরিয়া, কুষ্ঠ, কালাজ্বর, ডায়রিয়াসহ অন্যান্য সংক্রামক রোগের সীমিত চিকিৎসা-সুবিধা রয়েছে। তবে সব জায়গায় যে পর্যাপ্ত চিকিৎসক ও অবকাঠামো আছে, তা নয়। এসব নিশ্চিত করতে পারলে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
অমিত বণিক, কটিয়াদী, কিশোরগঞ্জ।
No comments