ভর্তিতে দুর্নীতি by-মো. আজিনুর রহমান
শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই শিক্ষা অর্জনের লক্ষ্যে মানুষকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। আর শিক্ষাপ্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারখানা। এই কারখানায় পাওয়া যায় দুর্নীতিমুক্ত জীবন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের শিক্ষা। কিন্তু একটি সরকারি কলেজে ভর্তি ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। ১৯ নভেম্বর সম্মান প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে স্বচক্ষে দেখলাম এই চিত্র। প্রথম বর্ষের ভর্তিতে ফি নেওয়া হচ্ছে ৩ হাজার ৪১০ টাকা, কিন্তু রসিদ দেওয়া হচ্ছে ২ হাজার ৭৪৫ টাকার, বাকি ৬৬৫ টাকার কোনো রসিদ নেই।
ওই কলেজ কর্তৃপক্ষ গ্রামের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের কষ্টার্জিত এই টাকা অত্যন্ত সুকৌশলে হাতিয়ে নিচ্ছে। কথা হচ্ছে, দুর্নীতি তো দুর্নীতিই। কৌশলে এক টাকা হাতিয়ে নেওয়াও দুর্নীতি, লাখ টাকা নেওয়াও দুর্নীতি। ৬৬৫ টাকার রসিদ নেই মানেই এটি একটি দুর্নীতি। মানুষ গড়ার এই পবিত্র স্থানকে কেন অপবিত্র করা হচ্ছে?
মো. আজিনুর রহমান
ডিমলা, নীলফামারী।
ওই কলেজ কর্তৃপক্ষ গ্রামের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের কষ্টার্জিত এই টাকা অত্যন্ত সুকৌশলে হাতিয়ে নিচ্ছে। কথা হচ্ছে, দুর্নীতি তো দুর্নীতিই। কৌশলে এক টাকা হাতিয়ে নেওয়াও দুর্নীতি, লাখ টাকা নেওয়াও দুর্নীতি। ৬৬৫ টাকার রসিদ নেই মানেই এটি একটি দুর্নীতি। মানুষ গড়ার এই পবিত্র স্থানকে কেন অপবিত্র করা হচ্ছে?
মো. আজিনুর রহমান
ডিমলা, নীলফামারী।
No comments