কাবুলে ট্রাক বোমা বিস্ফোরণ আত্মঘাতী হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার সকালে একটি শক্তিশালী ট্রাকবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও প্রায় ৪০০ আহত হয়েছে। এর ২৪ ঘণ্টা না যেতেই কাবুলে পুলিশ একাডেমিতে আরও একটি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। ওই হামলায় ২০ জন নিহত হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১টা) নিহত আহতদের সংখ্যা বিস্তারিত জানা যায়নি। তবে আহত এবং নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এএফপি। এদিকে আফগানিস্তানে স্মরণকালে সবচেয়ে বড় বিস্ফোরণ ‘ট্রাক বোমা’ সম্পর্কে পুলিশ জানায়, নগরীর শাহ শহিদ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় শিশুসহ প্রায় ৪০০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। কাবুলের পুলিশ প্রধান জেনারেল আবদুর রহমান রাহিমি জানিয়েছেন, শুক্রবার রাত ১টায় কাবুলে একটি শক্তিশালী ট্রাক বোমা বিস্ফোরিত হলে এসব হতাহতের ঘটনা ঘটে। এছাড়া, নিরাপত্তাবিষয়ক উপস্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি বলেন,
কাবুলের পূর্ব অংশে শাহ শাহিদ এলাকার একটি সরকারি ভবনের কাছে এ বোমা বিস্ফোরিত হয়। আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার জানিয়েছেন। এখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ বর্বরোচিত হামলার দায় স্বীকার করেনি। তবে এ ধরনের হামলার জন্য তালেবান সন্ত্রাসীগোষ্ঠীকে দায়ী করা হয়। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন হাজার হাজার বিদেশী সেনা উপস্থিতি সত্ত্বেও সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে এ বিস্ফোরণের পরপরই নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘন জনবসতি এলাকার দোকানগুলোর ধ্বংসস্তূপ ও জানালার কাচ ভেঙে বহু লোক আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক লোক। কাবুলে সাধারণত বড় ট্রাকে করে বোমা বিস্ফোরণ ঘটানো হয় না। কারণ পুলিশ দিনের বেলা নগরীতে মালবাহী গাড়ি ঢুকতে দেয় না। বৃহস্পতিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক বোমা হামলায় ৩ পুলিশসহ অন্তত ৬ জন নিহত হয়। তালেবান হামলাটির দায়িত্ব স্বীকার করেছে। গত সপ্তাহে জঙ্গি সংগঠনটি তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর এটাই ছিল তাদের বড় হামলা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত লড়াইয়ের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০১১ সালে আফগানিস্তান দখল করে নেয়।
No comments