নতুন নোটবুক, ল্যাপটপ ও মাদারবোর্ড বাজারে
ফুজিৎসু ল্যাপটপের দাম কমেছে
জাপানের
ফুজিৎসু ব্র্যান্ডের এএইচ সিরিজের কয়েকটি মডেলের ল্যাপটপের দাম কমেছে।
বাংলাদেশে ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ বিপণন করছে পরিবেশক প্রতিষ্ঠান
কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ঈদের পর থেকে ফুজিত্সু
ব্র্যান্ডের ‘লাইফবুক’ হিসেবে পরিচিত ল্যাপটপের দাম আড়াই হাজার টাকা
পর্যন্ত কমেছে। ১৫.৬ ইঞ্চি পর্দার এএইচ-৫৪৪ মডেলের লাইফবুকে আছে চতুর্থ
প্রজন্মের ২.৪ গিগাহার্টজ গতির কোর আই-৩ প্রসেসর, ৭৫০ জিবি হার্ডডিস্ক,৪
জিবি ডিডিআর থ্রি র্যাম। লাইফবুকটির বর্তমান মূল্য ৪৫ হাজার টাকা যা আগে
ছিল ৪৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও একই সিরিজের কোর আই ৫ প্রসেসর নির্ভর
লাইফবুকের প্রসেসিং গতি ৩.২ গিগাহার্টজ। এর তথ্য ধারণ ক্ষমতা ৫০০ জিবি। এটি
এখন পাওয়া যাচ্ছে ৫৬ হাজার ৫০০ টাকায়।
এএইচ সিরিজের কোর আই-৫ মডেলের মধ্যে ৭৫০ জিবি হার্ডডিস্ক ও ৮ জিবি র্যাম সুবিধার আরেকটি মডেলের দাম এখন ৬২ হাজার ৫০০ টাকা। একই সিরিজে রয়েছে এনভিডিয়া গ্রাফিকস সুবিধার দুইটি মডেলের লাইফবুক। এর একটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৫০০ জিবি হার্ডডিস্ক এবং অন্যটিতে ৮ জিবি কাম ও ৭৫০ জিবি হার্ডডিস্ক। লাইফবুক দুটি এখন ৬২ হাজার ও ৬৮ হাজার ৫০০ টাকায় কেনা যাবে।
কম্পিউটার সোর্স জানিয়েছে, প্রতিটি ল্যাপটপে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। এ ছাড়াও প্রতিটি ল্যাপটপের সঙ্গে ব্যাকপ্যাক পাবেন ক্রেতা।
এএইচ সিরিজের কোর আই-৫ মডেলের মধ্যে ৭৫০ জিবি হার্ডডিস্ক ও ৮ জিবি র্যাম সুবিধার আরেকটি মডেলের দাম এখন ৬২ হাজার ৫০০ টাকা। একই সিরিজে রয়েছে এনভিডিয়া গ্রাফিকস সুবিধার দুইটি মডেলের লাইফবুক। এর একটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৫০০ জিবি হার্ডডিস্ক এবং অন্যটিতে ৮ জিবি কাম ও ৭৫০ জিবি হার্ডডিস্ক। লাইফবুক দুটি এখন ৬২ হাজার ও ৬৮ হাজার ৫০০ টাকায় কেনা যাবে।
কম্পিউটার সোর্স জানিয়েছে, প্রতিটি ল্যাপটপে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। এ ছাড়াও প্রতিটি ল্যাপটপের সঙ্গে ব্যাকপ্যাক পাবেন ক্রেতা।
এইচপির নতুন নোটবুক বাজারে
সম্প্রতি
বাজারে এসেছে এইচপির ২৪২ মডেলের নোটবুক। নোটবুকটি বাজারে এনেছে দেশের
বাজারে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।
বিপণনকারী প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এইচপির ২৪২ মডেলের নোটবুকটিতে
রয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর। ১৪ দশমিক এক ইঞ্চি
মাপের এলইডি ডিসপ্লে সুবিধার নোটবুকটিতে রয়েছে ডিডিআরথ্রি র্যাম ও ৫০০
জিবি হার্ডডিস্ক সুবিধা। এতে আরও রয়েছে মাল্টি ডিভিডি রাইটার।
নোটবুকটির দাম ৩৩ হাজার টাকা। নোটবুকটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।
নোটবুকটির দাম ৩৩ হাজার টাকা। নোটবুকটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।
গিগাবাইটের জেড ৯৭ মাদারবোর্ড বাজারে
গিগাবাইট
জি১ স্নাইপার জেড ৯৭ মাদারবোর্ড দেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। এই
মাদারবোর্ডে ইনটেলের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসর সমর্থন করে।
স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, গিগাবাইটের মাদারবোর্ডটিতে রয়েছে
অনবোর্ড ক্রিয়েটিভ সাউন্ড কোর থ্রিডি কোয়াড কোর অডিও প্রসেসর, এএমপি আপ
অডিও টেকনোলজি, অডিও নয়েজ গার্ড, গোল্ড প্লেটেড ডিসপ্লে ও অডিও পোর্ট, হাই
এন্ড নিশিকন অডিও ক্যাপাসিটর সুবিধা। এ ছাড়াও মাদারবোর্ডে রয়েছে কিলার
ই২২০০ গেমিং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, এক্সট্রিম মাল্টি গ্রাফিকস সাপোর্ট,
লং লাইফস্প্যান ডিউরেবল ব্ল্যাক সলিড ক্যাপস, ইজি টিউনসহ অ্যাপ সেন্টার,
ক্লাউড স্টেশন ইউটিলিটি এবং ডুয়াল বায়োস। মাদারবোর্ড কিনলে তিন বছরের
বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। মাদারবোর্ডের দাম পড়বে ১৯
হাজার ৫০০ টাকা।
No comments