শরর্ণাথী শিবিরের শিশুরা
আন্দামান
সাগরে মৃত্যুঝুঁকিতে দিনের পর দিন ভেসে চলা প্রায় সাত হাজার বাংলাদেশি ও
রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে সাময়িক ঠাঁই দিতে রাজি হয়েছে মালয়েশিয়া ও
ইন্দোনেশিয়া। অসহায় এসব মানুষকে মানবিক সহায়তা দেবে বলে জানিয়েছে
মিয়ানমারও। সাগরে ভেসে আসা এসব অভিবাসনপ্রত্যাশীদের এখন একমাত্র আশ্রয় এই
শরণার্থী শিবিরগুলো। এরই একটুকরো এখানে তুলে ধরা হলো:
মেয়ের খোঁজ পেতে ছবি হাতে দাঁড়িয়ে আছেন এক রোহিঙ্গা মা। তাঁর মেয়ে সাওয়ার নুয়ার মিয়ানমারে একটি শরণার্থী শিবিরে মানবপাচারকারীর হাতে বন্দী। ছবিটি গতকাল বৃহস্পতিবারের।
No comments