হ্যাপির অভিযোগ- ‘অন্যায় করলে শাস্তি পেতে হবে রুবেলকে’
জাতীয়
দলের ক্রিকেটার রুবেলে হোসেনের বিরুদ্ধে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর
অভিযোগের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, রুবেল অপরাধ করলে তাকে
শাস্তি পেতেই হবে। এজন্য একটু অপেক্ষা করতে হবে। এ বিষয়ে তিনি সাংবাদিকদের
বলেন, আমি কোন বিশৃঙ্খলা পছন্দ করি না। এটা হলো প্রথম কথা। যা হয়েছে তাতে
আমাদের বক্তব্য হলো এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি অন্যায় করে থাকে তার
শাস্তি হবে। বোর্ড থেকে ছাড় পাওয়ার কোন সুযোগ নেই। বাংলাদেশের যে আইন আছে
সেটা তার নিজস্ব গতিতে চলবে। যা শাস্তি হবে সেটাই তাকে পেতে হবে। তবে সে
যদি নির্দোষ হয় সে পুরো সহযোগিতা পাবে আমাদের কাছ থেকে। কিন্তু কোন দোষী
ব্যক্তি আমাদের কাছ থেকে কোন সাহায্য পাবে না।’
গতকাল শহীদ জুয়েল ও মুশতাক স্মরণে প্রীতি ম্যাচে উপস্থিত হয়ে নাজমুল হাসান বলেন, এই উচ্ছৃঙ্খলতা চরম। আমি ভেবেছিলাম দল থেকে এ সব চলে গেছে, কিন্তু আমার এখনও মনে হচ্ছে কিছু কিছু রয়ে গেছে। এদিকে রুবেল হোসেন বিশ্বকাপ দলে রয়েছেন। শেষ পর্যন্ত তার মূল দলে জায়গা হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। রুবেলের মূল দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, এটা এখন বলা কঠিন। এটা আগামী ১০-১৫ দিনের মধ্যে বলা যাবে ঘটনা কোথায় যাচ্ছে। তার ওপর নির্ভর করবে স্কোয়াডে থাকবে কি থাকবে না। অন্যদিকে গতকালের প্রীতি ম্যাচ নিয়ে তিনি বলেন, আজকে বিজয় দিবস আমি আগেই বলেছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এবং এই দিনে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর চেয়ে বড় কিছু আর নেই। এই খেলার মাধ্যমে আমরা শহীদদের প্রতি কিছুটা শ্রদ্ধা জানাতে চেষ্টা করেছি। এখানে আমাদের দু’জন শহীদও আছে। শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক। তাদের নামেই দু’টি দল করে খেলা হয়েছে। সবচেয়ে বড় কথা পুরনো খেলোয়াড় অনেকেরই আইডল যারা ছিল তাদের খেলা দেখতে পেরে ভাল লেগেছে।’ এছাড়াও মিরপুর ক্রিকেট মিউজিয়াম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই একটা মিউজিয়াম থাকা উচিত এবং থাকলে ভাল হয়। শুধু মিউজিয়াম না আমাদের একটা বড় পরিকল্পনা আছে পুরো স্টেডিয়ামকে নিয়েই। এই এলাকায় ঢুকলেই যেন মানুষ মনে করে ক্রিকেটের কিছু একটা আছে। এই ধরনের একটা পরিকল্পনা আছে। এটা নিয়ে কাজ হচ্ছে।’
গতকাল শহীদ জুয়েল ও মুশতাক স্মরণে প্রীতি ম্যাচে উপস্থিত হয়ে নাজমুল হাসান বলেন, এই উচ্ছৃঙ্খলতা চরম। আমি ভেবেছিলাম দল থেকে এ সব চলে গেছে, কিন্তু আমার এখনও মনে হচ্ছে কিছু কিছু রয়ে গেছে। এদিকে রুবেল হোসেন বিশ্বকাপ দলে রয়েছেন। শেষ পর্যন্ত তার মূল দলে জায়গা হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। রুবেলের মূল দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, এটা এখন বলা কঠিন। এটা আগামী ১০-১৫ দিনের মধ্যে বলা যাবে ঘটনা কোথায় যাচ্ছে। তার ওপর নির্ভর করবে স্কোয়াডে থাকবে কি থাকবে না। অন্যদিকে গতকালের প্রীতি ম্যাচ নিয়ে তিনি বলেন, আজকে বিজয় দিবস আমি আগেই বলেছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এবং এই দিনে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর চেয়ে বড় কিছু আর নেই। এই খেলার মাধ্যমে আমরা শহীদদের প্রতি কিছুটা শ্রদ্ধা জানাতে চেষ্টা করেছি। এখানে আমাদের দু’জন শহীদও আছে। শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক। তাদের নামেই দু’টি দল করে খেলা হয়েছে। সবচেয়ে বড় কথা পুরনো খেলোয়াড় অনেকেরই আইডল যারা ছিল তাদের খেলা দেখতে পেরে ভাল লেগেছে।’ এছাড়াও মিরপুর ক্রিকেট মিউজিয়াম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই একটা মিউজিয়াম থাকা উচিত এবং থাকলে ভাল হয়। শুধু মিউজিয়াম না আমাদের একটা বড় পরিকল্পনা আছে পুরো স্টেডিয়ামকে নিয়েই। এই এলাকায় ঢুকলেই যেন মানুষ মনে করে ক্রিকেটের কিছু একটা আছে। এই ধরনের একটা পরিকল্পনা আছে। এটা নিয়ে কাজ হচ্ছে।’
No comments