আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে -বিএনপি
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মুক্তিযুদ্ধের মূল চেতনায় ছিল গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ। কিন্তু আজ তা হরণ করা হয়েছে। স্বাধীনতার ৪৩ বছর পরও দখলদার সরকার খুন-গুম, নির্যাতন-নিপীড়নের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। যে স্বপ্ন নিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য একাত্তর সালে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন, অবৈধ-অনৈতিক-দখলদার এ সরকার সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। এখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। মির্জা আলমগীর বলেন, খুন, গুম ও অপহরণের মাধ্যমে একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টা চলছে। দেশে আজ গণতন্ত্র নেই। অবৈধ সরকার গণতন্ত্রকে পুরোপুরি কারারুদ্ধ করে রেখেছে। একমাত্র নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনই বর্তমান রাজনৈতিক সঙ্কটের সমাধান আনতে পারে। খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাসিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করছে। এ আন্দোলন মানুষের অধিকার আদায়ের। তবে নানা কথা বলে আওয়ামী লীগ এটিকে ভিন্ন খাতে নিতে একের পর এক ইস্যুর সৃষ্টি করছে। কিন্তু তাতে কোন লাভ হবে না। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে দলের সিনিয়র নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা ১১টা ১০ মিনিটে তিনি এ শ্রদ্ধা জানান। এদিকে গতকাল গণমাধ্যমের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে মির্জা আলমগীর বলেন, ৫ই জানুয়ারির প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতা দখলকারীরা বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গুম, অপহরণ, গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও হাস্যকর মামলা দায়ের করে গ্রেপ্তারের মাধ্যমে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সুমন ভূঁইয়াকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তি দেয়ার দাবি জানান।
গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে দলের সিনিয়র নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা ১১টা ১০ মিনিটে তিনি এ শ্রদ্ধা জানান। এদিকে গতকাল গণমাধ্যমের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে মির্জা আলমগীর বলেন, ৫ই জানুয়ারির প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতা দখলকারীরা বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গুম, অপহরণ, গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও হাস্যকর মামলা দায়ের করে গ্রেপ্তারের মাধ্যমে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সুমন ভূঁইয়াকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তি দেয়ার দাবি জানান।
No comments