আমার হৃদয় ভেঙে গেছে : মালালা
পাকিস্তানের
পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির
নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি
বলেছেন, ‘পেশোয়ারে জ্ঞানবুদ্ধিহীন ও ঠাণ্ডা মাথায় ঘটানো সন্ত্রাসী
কর্মকাণ্ডের যে চিত্র আমাদের সামনে উন্মোচিত হল, তাতে আমার হৃদয় ভেঙে
গেছে।’ বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, মঙ্গলবার এক বিবৃতিতে মালালা
এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মালালা তার বিবৃতিতে আরও বলেছেন,
‘ওই স্কুলে যে ঘটনা ঘটেছে, সেখানকার নিষ্পাপ শিশুদের জন্য এর চেয়ে ভয়ংকর আর
কিছু হতে পারে না। এই নৃশংস ও কাপুরুষোচিত হামলার আমি নিন্দা জানাই। আমি
পৃথিবীর লাখো মানুষের সঙ্গে এসব শিশু, আমার ভাই ও বোনেদের প্রতি শোক প্রকাশ
করছি, কিন্তু আমরা কখনোই পরাজিত হব না।’
No comments