আন্ডারওয়ার চোর প্রেমিকা!

ক্রিস্টিয়ানো
রোনালদোর ‘সিআর-৭’ আন্ডারওয়ারের প্রতি তার প্রেমিকা ইরিনা শায়েকের নাকি
প্রবল ঝোঁক। এমন কি, রোনালদোর আন্ডারওয়ার নিয়মিতই তার মডেল প্রেমিকা চুরি
করেন বলে জানালেন তিনি। বড়দিন ও বছরের শেষ উপলক্ষে ২ সপ্তাহ ছুটিতে রয়েছেন
রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার। ছুটি কাটাতে ইতিমধ্যে তিনি পর্তুগালে
নিজ শহর মাদেইরাতে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে ফুরফুরে মেজাজেই
সময় কাটাচ্ছেন। এরই মধ্যে এক মজার তথ্য দিলেন এ তারকা খেলোয়াড়। আপনার
প্রেমিকা আপনার কোন জিনিস চুরি করেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে
রোনালদো বলেন, ‘সে সব সময় আমার ‘সিআই-৭’ বক্সার (আন্ডারওয়ার) চুরি করে।
একবার সে বাড়িতে ছিল না। আমি তার ওয়ারড্রোব খুলে দেখি, আমার অনেকগুলো
‘সিআর-৭’ আন্ডারওয়ার সেখানে। আমার আন্ডারওয়ারের প্রতি তার প্রবল ঝোঁক।
বিষয়টি খুবই মজার ও হাস্যকর।’ ক’দিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের
মতো শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে সেমিফাইনালে মেক্সিকোর ক্লাব ক্রুজ
আসুল ও ফাইনালে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর বিপক্ষে গোল করতে পারেন নি
২৯ বছর বয়সী রোনালদো। এ বছর আর কোন ম্যাচ নেই। আগামী বছর রিয়ালের প্রথম
লড়াই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ৭ই জানুয়ারি কোপা
দেল রে’র শেষ ষোলোয় মুখোমুখি হবে তারা।
No comments