‘ছবি বিশ্বাসকে হত্যাই ছিল উদ্দেশ্য’ -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বকশীবাজারে বিএনপিই অরাজকতা
করেছে, আর এর উদ্দেশ্য ছিল এমপি ছবি বিশ্বাসকে হত্যা করা। হাসপাতালের মতো
নিরাপদ স্থানেও এমপিদের মধ্যে অত্যন্ত ভদ্র ছবি বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে
হামলা চালানো হয়। তাদের (বিএনপি) অভ্যাস এমনই। আজ ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন নেত্রকোনা-১ আসনের এমপি ছবি বিশ্বাসকে দেখতে গিয়ে
তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলা হয়েছে,
বিভিন্ন গণমাধমে আসা খবর ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ কোথায় হামলা করেছে? তারাই
(বিএনপি) তো একটি পরিস্থিতি সৃষ্টি করে এমপিকে হত্যা করতে চেয়েছিল।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলেও পুলিশ
তা ব্যর্থ করে দিয়েছে। আদালতের মতো নিরাপদ স্থানে হাজার হাজার নেতাকর্মী
আসার কি প্রয়োজন ছিল? উদ্দেশ্য ছিল বিচার কাজকে ভুল করা। বুধবার বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে বিএনপির
জমায়েতে হামলা চালায় ছাত্রলীগ। এতে ৬০০জন আহত হয় বলে দাবি করেছেন বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুইপক্ষের সংঘর্ষের এক
পর্যায়ে বিএনপি সমর্থকদের হামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আহত
হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস।
No comments