বাংলাদেশে বড়দিন: কতটা স্বচ্ছন্দ খ্রীষ্টানরা?
বিশ্বব্যাপী
নানা দেশের মত বাংলাদেশেও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা পালন করছেন বড়দিনের
উৎসব।কিন্তু এদেশে ঈদ ও পূজা যতটা স্বাচ্ছন্দ্য ও আড়ম্বরের সাথে পালিত
হয়, সেই তুলনায় খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য বড়দিন পালন করা কতটা সহজ বা
কঠিন? ঢাকার বাসিন্দা জ্যানেট বাবলি হালদার বলছিলেন, বাংলাদেশে যেহেতু
মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ এবং এখানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই
কম, তাই এদেশে বড়দিন পালন করাটা খুব একটা সহজ নয়। জ্যানেট বাবলি হালদার
তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন রাজধানী ঢাকায় এবং গ্রামের বাড়ি
বরিশালে উৎযাপন করে থাকেন।তিনি বলছিলেন, বড়দিনের ছুটিতে কেক, পিঠা খেয়ে
আর নতুন কাপড়চোপড় পড়ে সাধারণত: পরিবারের সাথেই সময় কাটান বাংলাদেশের
খ্রিষ্টানরা।বিশেষ এই দিনটিতে সকালে গির্জায় জড়ো হয়ে প্রার্থনা করেন
তারা। মূলত: গির্জাতেই একে অপরের সাথে কুশল বিনিময় করার বড় সুযোগটি হয়
বাংলাদেশের খ্রিষ্টানদের। পশ্চিমা দেশগুলোতে ক্রিসমাস ডে বা বড়দিন পালনের
জন্য বেশ আগেভাগেই শুরু হয়ে যায় নানা তোরজোড়। বিশ্বের সাথে তাল মিলিয়ে
এখন বাংলাদেশেও আগের তুলনায় বড়দিনের আমেজ বেড়েছে বলেই জানাচ্ছিলেন তিনি।
এমনকি শুধুমাত্র রাজধানী ঢাকাতেই নয়, জ্যানেট বাবলি হালদার বলছিলেন,
দেশের অন্যান্য জেলাগুলোতেও এখন অনেক স্বাচ্ছন্দ্যেই বড়দিন পালন করতে
পারছেন বাংলাদেশের খ্রিষ্টানরা।
সূত্র: বিবিসি বাংলা
সূত্র: বিবিসি বাংলা
No comments