খিলগাঁওয়ে গভীর গর্তে আটকা পড়েছে ৪ বছরের শিশু
রাজধানীর
খিলগাঁও কলোনি মাঠের পাশে জিয়াউর রহমান নামে ৪ বছরের এক শিশু গভীর গর্তে
আটকা পড়েছে। ওয়াসার পাইপের পাশের ওই গর্তটির গভীরতা কয়েকশ ফুট। ফায়ার
সার্ভিসের তিনটি ইউনিট শিশুটিকে দড়ি ফেলে তুলে আনার চেষ্টা চালাচ্ছে।
শিশুটির পিতা নাসিমউদ্দিন একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের নৈশ প্রহরী হিসাবে
কাজ করেন। তিনি জানান, আজ বিকাল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে
জিয়াউর ওই গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪টার দিকে
ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার
সরকার জানান তারা বাচ্চাটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শাহজাহানপুর থানার ওসি মেহেদী হাসান বলছেন, ওয়াসার পরিত্যক্ত ওই পাইপ কয়েকশ
ফুট গভীর। তবে পাশের যে গর্তে শিশুটি পড়েছে তার পরিসর মাত্র ১৪ ইঞ্চি
হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে। উদ্ধারকর্মীরা জানান, শিশুটির সঙ্গে কয়েক দফা
কথা বলা সম্ভব হয়েছে। ডাকলে সে সাড়া দিচ্ছে। তার জন্য খাবার ও অক্সিজেনেরও
ব্যবস্থা করা হয়েছে। পাইপে রশির সাহায্যে শিশুটিকে জুস দেওয়া হয়েছে। অন্ধকারে যাতে ভয় না পায়, সেজন্য দুটি টর্চলাইট পাঠানো হয়েছে। শিশুটি এসব জিনিস পেয়েছে বলে সাড়া দিয়েছে।
No comments