ভারত-পাকিস্তান উত্তেজনা অব্যাহত
জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলির লড়াই অব্যাহত আছে। ভারি মর্টার হামলা ও গুলি বিনিময় হচ্ছে জম্মু ও কাশ্মীরের জম্মু-সামবা জেলার আন্তর্জাতিক সীমারেখার কাছে এ উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ পাকিস্তান রেঞ্জারদের গুলিতে কমপক্ষে তিন জন আহত হয়েছে। এর আগে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে প্রচ- গুলি বিনিময় হয়। এতে উভয়পক্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। ভারতে নিহত হয়েছে ৯ জন। পাকিস্তানে নিহত হয়েছে ৫ জন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ভারত পূর্ণাঙ্গ জবাব দিতে প্রস্তুত। এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে আবার রক্তক্ষয়ী লড়াই শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ পাচ্ছে। গুলি বিনিময়ের জন্য এক দেশ অন্যদেশের ওপর দায় চাপাচ্ছে। ভারত বলছে, পাকিস্তানি সেনারা উস্কানিমুলক গুলি করেছে। তারা সীমান্ত থেকে ৬ কিলোমিটার ভিতরে গুলি করে হত্যা করেছে সাধারণ বেসামরিক মানুষ। একই রকম বক্তব্য পাকিস্তানের। তবে এ নিয়ে দু’দেশে মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুসলমানদের পবিত্র ঈদুল আযহার দিনেও এ গুলির লড়াই অব্যাহত ছিল। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, কোন উস্কানি ছাড়াই ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ সদস্যরা শিয়ালকোট সীমান্ত এলাকায় গুলি করে। এতে সেখানে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। সোমবার গুলিতে নিহত হয়েছে আরও ৪ জন। এর মধ্যে দুটি শিশু ও একজন নারী রয়েছেন। আইএসপিআর বলেছে, বিএসএফের গুলির জবাবে কার্যকর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান রেঞ্জারস। এছাড়া ভারতীয় বাহিনী উস্কানি ছাড়াই গুলি করেছে নাইকিয়াল, কেরেলা, কোট কেত্তেরা, হট স্প্রিয় ও জানদ্রোত সেক্টরে গুলি করেছে। এর আগে রোববার ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে। কোটলি এলাকায় জানদ্রোত এলাকায় গোলাগুলি শুরু করে। অন্যদিকে ভারতীয় বিএসএফের ইন্সপেক্টর জেনারেল রাকেশ কুমার অভিযোগ করেছেন যে, সীমান্ত থেকে তিন কিলোমিটার ভিতরে আরনিয়া গ্রামে গতকাল সকালের দিকে গুলি করে পাকিস্তানি সেনারা। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি। ওদিকে এ ঘটনায় পাকিস্তানকে সতর্ক করেছেন অরুণ জেটলি। তিনি বলেছেন, পাকিস্তানের এটা বোঝা উচিত যে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তা যে দিকে মোড় নিচ্ছে তাতে তাদের সম্পর্ক স্বাভাবিক রাখায় সহায়ক হবে না। পাকিস্তানের এমন পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত ভারত।
No comments