মিস অদ্বিতীয়া চ্যাম্পিয়ন মুনের লক্ষ্য বড়পর্দা
আন্তর্জাতিক মানের সুন্দরী খোঁজার
প্রতিযোগিতা ‘কেয়াশেঠ মিস অদ্বিতীয়া বাংলাদেশ-২০১২’ চ্যাম্পিয়ন মুন
পেশাগতভাবে ডাক্তার হলেও নিজেকে মিডিয়ার কাজেই আদ্যোপান্ত ব্যস্ত রাখতে
চান।
যে কারণে গত বছরের ১৭ই আগস্ট এ প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এরই মধ্যে সাতটি নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন
মুন। তবে লক্ষ্য তার বড়পর্দা। নিজেকে চলচ্চিত্রের একজন নায়িকা হিসেবেই
প্রতিষ্ঠিত করতে চান সদা হাস্যোজ্জ্বল মুন। চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী
বলেই মুনের কাছে প্রতিনিয়ত আসা ধারাবাহিক নাটকের কাজ অনায়াসে ফিরিয়ে
দিচ্ছেন। ছোটপর্দায় নিজেকে একেবারেই নিয়মিত করে তুলতে চাইছেন না।
চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে মুন বলেন, সত্যি বলতে কি, আমি চলচ্চিত্রেই
একজন নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই। যেহেতু অভিনয় সম্পর্কে আমার সম্যক
ধারণা নেই, সে কারণে একের পর এক টিভি নাটক এবং টেলিফিল্মে অভিনয় করছি।
অভিনয়কে রপ্ত করছি আর নিজের আত্মবিশ্বাস বাড়াচ্ছি। আমার বিশ্বাস,
চলচ্চিত্রে আমি ভাল কোন সুযোগ পেলে নিজেকে যথাযথভাবে প্রমাণ করতে পারবো।
মিস অদ্বিতীয়ায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একই প্রতিযোগিতায় ‘বেস্ট
কেটওয়াক’ এবং ‘বেস্ট ফটোজেনিক’ হিসেবেও অ্যাওয়ার্ড লাভ করেন মুন। কমল
চৌধুরীর নির্দেশনায় মুন প্রথম তৌকীর আহমেদের বিপরীতে নাটকে অভিনয় করেন।
এরপর জাহিদ হাসানের বিপরীতে সুস্ময় সুমনের ‘ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’,
হাসান মাসুদ ও শাহেদের বিপরীতে এসএ খালেক রিন্টুর ‘কষ্টের গায়ে লাল জামা’,
শাহেদের বিপরীতে ছটকু আহমেদের ‘শেকড়’ ও আমির হোসেন রনির নির্দেশনায়
‘খেলাঘর’ নাটকে অভিনয় করেন। ভালবাসা দিবসে মুন অভিনীত দুটি নাটক দুটি
স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। শাহরিয়ার নাজিম জয়ের রচনা ও চয়নিকা
চৌধুরীর পরিচালনায় ‘এই মায়া’ মাছরাঙা টেলিভিশনে (বিপরীতে অপূর্ব) এবং
ফারিয়া হোসেনের রচনা ও রুনার পরিচালনায় ‘ভালবাসা ছুঁয়ে যায়’ এটিএন বাংলায়
(বিপরীতে শাহরিয়ার শুভ) প্রচার হবে। পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি উচ্চতার
মুনের পুরো নাম জাকিয়া মুন। তিন বোনের মধ্যে তার অবস্থান দ্বিতীয়। আলী আকবর
ও জহুরা খাতুন দম্পতির কন্যা মুনের জন্ম ২১শে ডিসেম্বর।
No comments