এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ওবামা

তিন দিনের দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শেষে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছান ওবামা। সেখান থেকে একটি হেলিকপ্টারে করে তিনি হোয়াইট হাউসে ফিরে যান।
দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এশিয়ার তিনটি দেশ (থাইল্যান্ড, মিয়ানমার ও কম্বোডিয়া) সফরে আসেন ওবামা। সফরের অংশ হিসেবে তিনি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেন। গত মঙ্গলবার সফরের শেষ দিনে ওবামা কম্বোডিয়ায় একটি আঞ্চলিক সম্মেলনেও যোগ দেন।
কম্বোডিয়ায় ১৮ জাতির সম্মেলনে ওবামার একজন জ্যেষ্ঠ সহকারী দক্ষিণ চীন সাগরে চীনের মালিকানা দাবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। দক্ষিণ চীন সাগরে জলসীমা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের মধ্যেউত্তেজনা চলছে। এএফপি।

1 comment:

  1. << Forhad Hossain >>
    Company Consultant

    Satkhira Consulting Firm Ltd.

    Hoque Tower, Suit- E/4,3/C Kawran Bazar, Dhaka-1215.
    Cell: <01670339138>01196 288 192>Cell: 8189819
    Email: forhad.was.h@gmail.com

    (Work for Joint Stock- Company, Society, Trade Organization, Name Clearness, New Registration, Yearly Returns & Shares Transfer, TIN, VAT Etc.
    Website: www.scflbd.com

    ReplyDelete

Powered by Blogger.