ক্রিকেটে বিরল কৃতিত্ব-অভিনন্দন আবুল হাসান
অভিষেক ম্যাচে অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার আবুল হাসান রাজু (২০)। তিনি মূলত পেস বোলার হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন। কিন্তু দলের টপ অর্ডারের বিপর্যয়ের মুখে যখন মাত্র ১৯৩ রানে ৮ উইকেট পড়ে যায়, তখন দলের দশম ব্যাটসম্যান রাজু ব্যাট হাতে জ্বলে ওঠেন এবং মনমাতানো সেঞ্চুরি করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।
এ সময় তার ব্যাটিং পার্টনার মাহমুদুল্লাহ রিয়াদও চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন। আবুল হাসান ১৯০২ সালে অস্ট্রেলীয় ব্যাটসম্যান রেজিল্যান্ড আলেকজান্ডার ডাফ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যে কীর্তি গড়েছিলেন, তারই পুনরাবৃত্তি করেছেন ১১০ বছর পর খুলনার শেখ নাসের স্টেডিয়ামে। শুধু তা-ই নয়, অভিষেকে ১০ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের মালিকও তিনি। অভিনন্দন আবুল হাসান রাজু। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পদচারণার এক যুগ পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত আমাদের দলগত সাফল্য একেবারেই অনুল্লেখযোগ্য। বড় দলগুলোর সঙ্গে সমানে সমানে মোকাবেলা করার সামর্থ্য আজও অর্জিত হয়নি। কিন্তু তার মধ্যেও কিছু আশার আলো দেখা যায়। উদাহরণ হিসেবে মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের কথা বলা যায়। তাদের বাইরে আরও কয়েকজন ব্যাটসম্যান ও বোলার মাঝেমধ্যেই এমন চমকপ্রদ কৃতিত্ব প্রদর্শন করছেন, যা থেকে ক্রিকেটবোদ্ধারা বাংলাদেশের সম্ভাবনা সহজেই চিহ্নিত করতে পারছেন। তবে দেশের ভেতরে ও বাইরের যারা বাংলাদেশের ক্রিকেটের প্রতি নজর রাখছেন এবং যারা এ খেলার অঙ্গনে আমাদের সাফল্য চাইছেন, তাদের সবার অভিন্ন অভিমত_ বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। তা ছাড়া তারা দলগতভাবে একসঙ্গে জ্বলে উঠতে পারছেন না। আবুল হাসান প্রথম ম্যাচে সাফল্য পেয়েছেন ব্যাটে। তার কৃতিত্ব বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিরল এবং বারবার দৃষ্টান্ত হিসেবে আসবে। নবীন খেলোয়াড়রা তাকে আইডল হিসেবে অনুসরণ করবেন। বিশ্ব ক্রিকেটের কুইজেও তিনি স্থান পাবেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, জাতীয় দলে তার ঠাঁই হয়েছে পেস বোলার হিসেবে। মূলত বোলিংয়েই তাকে অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করতে হবে। তিনি ব্যাটিংয়ে চমকপ্রদ নৈপুণ্য দেখিয়েছেন। এ ক্ষেত্রে যদি ধারাবাহিকতা বজায় থাকে এবং একই সঙ্গে তার মূল দায়িত্ব বোলিংয়ে যদি এ রকম ক্ষুরধার হয়ে উঠতে পারেন, তাহলে তিনি আমাদের ক্রিকেটের জন্য প্রকৃতই বিরল প্রতিভা হিসেবে গণ্য হবেন। আমরা তার সেই সাফল্য দেখার প্রতীক্ষায় আছি।
No comments