সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা
চলতি বছর সারা বিশ্বে দায়িত্ব পালন করতে গিয়ে ১১৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ সংখ্যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ভিয়েনাভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
আইপিআই-এর 'ডেথ ওয়াচ সার্ভে' শীর্ষক জরিপে দেখা গেছে, চলতি বছরের এ পর্যন্ত সারা বিশ্বে ১১৯ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে মারা গেছেন। ১৯৯৭ সালের পর এ প্রতিষ্ঠানটি সাংবাদিকদের নিহতের সংখ্যা প্রকাশ করে। তাদের জরিপ শুরুর পর এটাই সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহতের ঘটনা। এর আগে ২০০৯ সালে ১১০ জন এবং ২০১০ সালে ১০২ জন সাংবাদিক নিহত হন।চলতি বছর সাংবাদিকদের কাজের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় সিরিয়া প্রথমে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৩৬ সাংবাদিক নিহত হয়েছেন। সোমালিয়ায় নিহত হয়েছেন ১৬ জন। সূত্র : ডন।
No comments