মিয়ানমারের রোহিঙ্গা সংকট-জাতিসংঘের সহায়তা তহবিল গঠনের ঘোষণা
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দিতে সহায়তা তহবিল গঠনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এ তহবিলে ছয় কোটি ৭৬ লাখ ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
যা দিয়ে দাঙ্গায় বাস্তুহারা এক লাখ ১৫ হাজার মানুষের বাসস্থান পুনর্নির্মাণ কাজে ব্যয় করা হবে। তহবিলের দুই কোটি ৭০ লাখ ডলার ইতিমধ্যেই সংগৃহীত হয়েছে।রাখাইন রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তবিষয়ক মন্ত্রী থেইন তায় গত বুধবার এ কথা জানান। এ সময় তিনি দাবি করেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইনের সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে সর্বাত্মক চেষ্টা করেছিল।
প্রসঙ্গত, গত জুনে শুরু হওয়া রাখাইন রাজ্যে বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলিমদের মধ্যে সংঘটিত দাঙ্গায় ১৭০ জনের মৃত্যু হয়। নিহতদের বেশির ভাগই রোহিঙ্গা।
জাতিসংঘের ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গার সময় অসংখ্য রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। নির্যাতনের শিকার রোহিঙ্গারা মিয়ানমার ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। তবে রোহিঙ্গাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নেওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেনি। গত সোমবার মিয়ানমার সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়ার জন্য দেশটির সরকারের ওপর চাপ দিয়েছে। এর আগে জাতিসংঘকে লেখা চিঠিতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান। সূত্র : জিনিউজ।
No comments