ভারত নেমে গেল পঞ্চম স্থানে
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ছেড়ে দিতে হয়েছিল ইংল্যান্ডকে। এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের পর ওয়ানডে র্যাঙ্কিংয়েও চরম অবনতি হয়েছে ভারতের। ২০০৮ সালের অক্টোবর মাসের পর আবারও র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে নেমে এসেছে বিশ্বকাপজয়ীরা। তবে ইংল্যান্ড সফরের এই ভয়াবহ ব্যর্থতার জন্য দলের মূল কিছু খেলোয়াড়ের ইনজুরিকেই দায়ী করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের জন্য ৩০৪ রানের বড় সংগ্রহ গড়েও কোনো লাভ হয়নি ভারতের। বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ছয় উইকেটের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ধোনি-বাহিনীকে। ইংল্যান্ড সফরে একটা ম্যাচেও জয়ের দেখা না পেয়েই ফিরে যেতে হয়েছে তাদের। গতকাল ম্যাচ শেষে ধোনি বলেন, ‘আমি গত পাঁচ বছরে একসঙ্গে এত ইনজুরির ঘটনা আর দেখিনি। একটা সফরে দলের নয় থেকে ১১ জন খেলোয়াড়ের ইনজুরিটা সত্যিই দুঃখজনক। ওয়ানডে সিরিজে ভাগ্যও আমাদের সঙ্গে ছিল না। প্রথম দুটি টেস্টে আমাদের খেলতে হয়েছে তিনজন মূল বোলার ছাড়াই। এ কারণে ব্যাটসম্যানদের ওপর অনেক চাপ চলে এসেছে। শুধু একটা দিকের ওপর নির্ভর করে ধারাবাহিকভাবে ভালো খেলা সম্ভব নয়।’এখন ইংল্যান্ড সফরের এই দুঃস্বপ্ন ভুলতে ইংল্যান্ডের ভারত সফরের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বিশ্বকাপজয়ীদের। আগামী অক্টোবর মাসে ফিরতি সফরে ভারতে আসবে ইংল্যান্ড। তবে এবার প্রতিশোধের চিন্তা মাথায় আনছেন না ধোনি। ভালো পারফরমেন্স দেখানোটাই তাঁদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, ‘প্রতিশোধের মতো চিন্তা মাথায় আনা ঠিক নয়। এ ধরনের চিন্তা থাকলে, সবাই অনেক মরিয়া হয়ে উঠবে এবং দলের ওপর চাপটাও বেড়ে যাবে। আমরা শুধু ভালো খেলার দিকেই মনোযোগ দেব।’
No comments