২০০৭-এ দ্রাবিড়কে বাদ দেওয়াটা ভুল ছিলঃ গাঙ্গুলি
২০০৭ সালেই সম্ভবত ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তিটা দেখে ফেলেছিলেন রাহুল দ্রাবিড়। ভারতের অধিনায়ক হিসেবে ‘ব্যর্থ বিশ্বকাপ’ শেষে দীর্ঘসময়ের জন্য ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় ক্রিকেট-ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ২০০৭ সালের অক্টোবর মাসের পর তিনি খেলেছেন মাত্র ১১টি ওয়ানডে ম্যাচ। অবশেষে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ওয়ানডেটি খেলে সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেন ‘মি. ওয়াল’।
এদিকে ২০০৭ সালে দ্রাবিড়কে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা একেবারেই সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে গাঙ্গুলি বলেন, ‘দ্রাবিড়কে সে সময় বাদ দেওয়ার সিদ্ধান্তটা ছিল ভুল। তিনি দুর্দান্ত একজন খেলোয়াড়। টেস্ট ও ওয়ানডে—দুই ধরনের ক্রিকেটেই ১০ হাজার রান করাটা খুবই কঠিন একটা কাজ। আর এটা দিয়েই তাঁর সামর্থ্য ও দক্ষতা সম্পর্কে ধারণা করা যায়। তাঁর রান করার সামর্থ্য নিয়ে কারোরই সন্দেহ নেই।’তবে সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় বললেও আরও কিছুদিন টেস্ট ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন দ্রাবিড়। আর টেস্ট ক্রিকেটের জগেক তাঁর এখনো অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করছেন গাঙ্গুুলি। তিনি বলেন, ‘আমি আশা করছি, টেস্টে দ্রাবিড় আরও অনেক রান করতে পারবেন। আর অনেক ভালো অবস্থানে থেকেই তিনি শেষটা করতে পারবেন।’
No comments