আজ ফিরবে সেই বার্সা?
অপয়া এক ভূতই যেন পেছনে লেগেছিল বার্সেলোনার। ভূত নয়তো কী! লিগে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ম্যাচটা খেয়াল করে দেখুন। ২-০ গোলে এগিয়ে থাকা বার্সা শেষ পর্যন্ত কিনা ড্র করে ফেলল। তার চেয়েও বড় ধাক্কা পেপ গার্দিওলার দল খেয়েছে চ্যাম্পিয়নস লিগে। এবার এসি মিলানের সঙ্গে তারা ড্র করেছে ৯২ মিনিটে গোল খেয়ে!
ভূত-তত্ত্বে তো আর নিন্দুকদের দমানো যাবে না। তাঁরা বরং বার্সার রক্ষণটাকে মনে করছেন বেহুলার বাসরঘর। বজ্র আঁটুনি নেই, বরং আছে ফস্কা গেরো। দুই ‘মেকশিফট ডিফেন্ডার’ হাভিয়ের মাচেরানো আর সার্জিও বুসকেটসকে দিয়ে কি কাজ চলে? নিন্দুকেরা এও বলছেন, গত মৌসুমের বার্সাকে নাকি এবার এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাদের চেয়ে রিয়াল মাদ্রিদ বরং অনেক এগিয়ে। এবার তাই বার্সা নয়, রিয়ালই ছড়ি ঘোরাবে বলে আগাম পূর্বাভাস অনেকের।
টানা তিনবার স্প্যানিশ লিগ, এই তিনবারের মধ্যে দুবার চ্যাম্পিয়নস লিগও জেতা বার্সার অধিনায়ক কার্লোস পুয়োল কিন্তু নিন্দুকদের ওপর বিরক্ত। মাত্র দুটো ম্যাচ দেখেই যাঁরা এমন উপসংহারে পৌঁছে যান, তাঁদের ওপর বিরক্ত হওয়াই তো স্বাভাবিক। পুয়োল বলছেন, ‘আমরা ঠিকই আছি। ক্লাবের বাইরের লোকেরা কে কী বলল না-বলল, তাতে কান দিচ্ছি না। হ্যাঁ, দল হতাশ। মিলানের ম্যাচটা আমাদের তিক্ত স্বাদ দিয়েছে। কিন্তু সেটা আমাদের কাছে এখন অতীত।’
শুধু মুখের কথায় নয়, গত ম্যাচ দিয়েই দলে ফেরা পুয়োল চান, এখন থেকে তাঁর দল মাঠেও পাল্টা জবাব দিক। সত্যিই যদি এসব সমালোচনায় মেজাজ বিগড়ে গিয়ে থাকে বার্সার, আজ হয়তো দুর্গতি আছে ওসাসুনার। বাংলাদেশ সময় রাত ১২টায় স্প্যানিশ লিগে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
পুয়োল অবশ্য বলছেন, এসব কথার কারণে নয়, জয় তাঁরা এমনিতেই চান, ‘আগে যেমনটা চাইতাম, এখনো সেভাবেই জয়টা চাই। হ্যাঁ, এটা সত্যি, সেট-প্লেগুলোর সময় আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। নিশ্চিত করতে হবে, প্রতিপক্ষের কেউ যাতে বল না পেয়ে যায়, যেন তারা গোল না করতে পারে।’
পুয়োলের ফেরাতে হয়তো কিছুটা নির্ভার হচ্ছেন গার্দিওলা। কিন্তু এখনো জেরার্ড পিকে, অ্যালেক্সিস সানচেজ আর আন্দ্রেস ইনিয়েস্তার চোট দুশ্চিন্তার কাঁটা হয়ে বিঁধে আছেন তাঁর ভাবনায়।
রিয়াল মাদ্রিদ শিবিরে কিন্তু উল্টো সুর। স্প্যানিশ লিগে গত দুই মৌসুমেই বার্সা-রিয়ালের মধ্যে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ ম্যাচ পর্যন্ত। এ কারণে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় মানসিকভাবেও এগিয়ে থাকা। সেই আত্মবিশ্বাসই যেন ঝরে পড়ল জাবি আলোনসোর কণ্ঠে, ‘আমরা সবগুলো প্রতিযোগিতাতেই লড়াই করতে চাই। আমি লিগ বা চ্যাম্পিয়নস লিগ এই দুটোর একটাকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ। দুটোই সমান গুরুত্বপূর্ণ।’ রিয়াল মিডফিল্ডার সতীর্থদের সতর্কও করছেন, ‘লিগের গত ম্যাচে গেটাফের বিপক্ষে আমরা কিন্তু নিজেদের সেরাটা খেলিনি। ম্যাচ নিয়ন্ত্রণে ঘাটতি ছিল।’
আগামীকাল লেভান্তের বিপক্ষে খেলবে রিয়াল।
ভূত-তত্ত্বে তো আর নিন্দুকদের দমানো যাবে না। তাঁরা বরং বার্সার রক্ষণটাকে মনে করছেন বেহুলার বাসরঘর। বজ্র আঁটুনি নেই, বরং আছে ফস্কা গেরো। দুই ‘মেকশিফট ডিফেন্ডার’ হাভিয়ের মাচেরানো আর সার্জিও বুসকেটসকে দিয়ে কি কাজ চলে? নিন্দুকেরা এও বলছেন, গত মৌসুমের বার্সাকে নাকি এবার এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাদের চেয়ে রিয়াল মাদ্রিদ বরং অনেক এগিয়ে। এবার তাই বার্সা নয়, রিয়ালই ছড়ি ঘোরাবে বলে আগাম পূর্বাভাস অনেকের।
টানা তিনবার স্প্যানিশ লিগ, এই তিনবারের মধ্যে দুবার চ্যাম্পিয়নস লিগও জেতা বার্সার অধিনায়ক কার্লোস পুয়োল কিন্তু নিন্দুকদের ওপর বিরক্ত। মাত্র দুটো ম্যাচ দেখেই যাঁরা এমন উপসংহারে পৌঁছে যান, তাঁদের ওপর বিরক্ত হওয়াই তো স্বাভাবিক। পুয়োল বলছেন, ‘আমরা ঠিকই আছি। ক্লাবের বাইরের লোকেরা কে কী বলল না-বলল, তাতে কান দিচ্ছি না। হ্যাঁ, দল হতাশ। মিলানের ম্যাচটা আমাদের তিক্ত স্বাদ দিয়েছে। কিন্তু সেটা আমাদের কাছে এখন অতীত।’
শুধু মুখের কথায় নয়, গত ম্যাচ দিয়েই দলে ফেরা পুয়োল চান, এখন থেকে তাঁর দল মাঠেও পাল্টা জবাব দিক। সত্যিই যদি এসব সমালোচনায় মেজাজ বিগড়ে গিয়ে থাকে বার্সার, আজ হয়তো দুর্গতি আছে ওসাসুনার। বাংলাদেশ সময় রাত ১২টায় স্প্যানিশ লিগে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
পুয়োল অবশ্য বলছেন, এসব কথার কারণে নয়, জয় তাঁরা এমনিতেই চান, ‘আগে যেমনটা চাইতাম, এখনো সেভাবেই জয়টা চাই। হ্যাঁ, এটা সত্যি, সেট-প্লেগুলোর সময় আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। নিশ্চিত করতে হবে, প্রতিপক্ষের কেউ যাতে বল না পেয়ে যায়, যেন তারা গোল না করতে পারে।’
পুয়োলের ফেরাতে হয়তো কিছুটা নির্ভার হচ্ছেন গার্দিওলা। কিন্তু এখনো জেরার্ড পিকে, অ্যালেক্সিস সানচেজ আর আন্দ্রেস ইনিয়েস্তার চোট দুশ্চিন্তার কাঁটা হয়ে বিঁধে আছেন তাঁর ভাবনায়।
রিয়াল মাদ্রিদ শিবিরে কিন্তু উল্টো সুর। স্প্যানিশ লিগে গত দুই মৌসুমেই বার্সা-রিয়ালের মধ্যে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ ম্যাচ পর্যন্ত। এ কারণে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় মানসিকভাবেও এগিয়ে থাকা। সেই আত্মবিশ্বাসই যেন ঝরে পড়ল জাবি আলোনসোর কণ্ঠে, ‘আমরা সবগুলো প্রতিযোগিতাতেই লড়াই করতে চাই। আমি লিগ বা চ্যাম্পিয়নস লিগ এই দুটোর একটাকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ। দুটোই সমান গুরুত্বপূর্ণ।’ রিয়াল মিডফিল্ডার সতীর্থদের সতর্কও করছেন, ‘লিগের গত ম্যাচে গেটাফের বিপক্ষে আমরা কিন্তু নিজেদের সেরাটা খেলিনি। ম্যাচ নিয়ন্ত্রণে ঘাটতি ছিল।’
আগামীকাল লেভান্তের বিপক্ষে খেলবে রিয়াল।
No comments