যুক্তরাজ্যে কয়লাখনিতে আটকা পড়েছেন শ্রমিক একজনের মৃত্যু
যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের একটি কয়লাখনিতে গত বৃহস্পতিবার চারজন শ্রমিক আটকা পড়েন। এর মধ্যে একজন মারা গেছেন বলে গতকাল শুক্রবার পুলিশ জানিয়েছে। আটকা পড়া অন্য তিনজনকে জীবিত উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে।
পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা জানান, সাউথ ওয়েলসের সোয়ানসি ভ্যালির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের গ্লেইসন কয়লাখনিতে গত বৃহস্পতিবার গ্রিনিচ সময় সকাল সাড়ে আটটার দিকে মোট সাতজন শ্রমিক আটকা পড়েন। এর মধ্যে তিনজন পরে বেরিয়ে আসতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ, দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার ত ৎপরতা শুরু করেন। প্রায় ২৪ ঘণ্টার চেষ্টায়ও আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
পুলিশ আটকা পড়া চার শ্রমিকের নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন, ফিলিপ হিল (৪৫), চার্লস ব্রেসনান (৬২), ডেভিড পাওয়েল (৫০) ও গ্যারি জেনকিন্স (৩৯)। পুলিশ জানায়, এই চারজনের মধ্যে যিনি মারা গেছেন, তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা জানান, সাউথ ওয়েলসের সোয়ানসি ভ্যালির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের গ্লেইসন কয়লাখনিতে গত বৃহস্পতিবার গ্রিনিচ সময় সকাল সাড়ে আটটার দিকে মোট সাতজন শ্রমিক আটকা পড়েন। এর মধ্যে তিনজন পরে বেরিয়ে আসতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ, দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার ত ৎপরতা শুরু করেন। প্রায় ২৪ ঘণ্টার চেষ্টায়ও আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
পুলিশ আটকা পড়া চার শ্রমিকের নাম প্রকাশ করেছে। তাঁরা হলেন, ফিলিপ হিল (৪৫), চার্লস ব্রেসনান (৬২), ডেভিড পাওয়েল (৫০) ও গ্যারি জেনকিন্স (৩৯)। পুলিশ জানায়, এই চারজনের মধ্যে যিনি মারা গেছেন, তাঁর পরিচয় জানা যায়নি।
No comments