ইয়েমেনে যুদ্ধবিমান ভূপাতিত
ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত সেনাদের সঙ্গে লড়াইরত উপজাতীয় যোদ্ধারা গতকাল বুধবার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। প্রত্যক্ষদর্শী ও উপজাতীয় সূত্রে এ খবর জানা যায়।
গতকাল রাজধানী সানার ৪০ কিলোমিটার উত্তরে আরহাব শহরের কাছে উপজাতীয় যোদ্ধারা বিমানবিধ্বংসী আগ্নেয়াস্ত্র থেকে গোলা ছুড়ে সেনাদের ওই যুদ্ধবিমানকে ভূপাতিত করে। ওই শহরে সালেহর ছেলে আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিজাত সেনাবাহিনী রিপাবলিকান গার্ডের সদস্যদের সঙ্গে বিদ্রোহীরা লড়ছে।
গতকাল রাজধানী সানার ৪০ কিলোমিটার উত্তরে আরহাব শহরের কাছে উপজাতীয় যোদ্ধারা বিমানবিধ্বংসী আগ্নেয়াস্ত্র থেকে গোলা ছুড়ে সেনাদের ওই যুদ্ধবিমানকে ভূপাতিত করে। ওই শহরে সালেহর ছেলে আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিজাত সেনাবাহিনী রিপাবলিকান গার্ডের সদস্যদের সঙ্গে বিদ্রোহীরা লড়ছে।
No comments