জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক মারের বিচার শুরু
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের বিচারকাজ শুরু হয়েছে। ওই চিকিৎসকের অবহেলায় সংগীততারকা মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারী আইনজীবীদের মতে, দায়িত্ব পালনে কনরাড মারের ‘বড় ধরনের অবহেলা’ ছিল। স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমনের জন্য তিনি মাইকেল জ্যাকসনকে প্রাণঘাতী ওষুধ দিয়েছিলেন। আসামিপক্ষের আইনজীবীদের দাবি, জ্যাকসন মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন।
৫৮ বছর বয়সী চিকিৎসক মারে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁর চার বছরের কারাদণ্ড এবং চিকিৎসক পেশায় কাজের অনুমতি বাতিল হয়ে যেতে পারে।
ডেভিড ওয়ালগ্রেন অভিযোগ করেন, চিকিৎসক হিসেবে মারের বোঝা উচিত ছিল, অতিরিক্ত ওষুধ সেবন করা মাইকেলের ঠিক হচ্ছে না। তিনি পপতারকার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন ছিলেন না। পাঁচ সপ্তাহের মধ্যে বিচারকাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগকারী আইনজীবীদের মতে, দায়িত্ব পালনে কনরাড মারের ‘বড় ধরনের অবহেলা’ ছিল। স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমনের জন্য তিনি মাইকেল জ্যাকসনকে প্রাণঘাতী ওষুধ দিয়েছিলেন। আসামিপক্ষের আইনজীবীদের দাবি, জ্যাকসন মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন।
৫৮ বছর বয়সী চিকিৎসক মারে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁর চার বছরের কারাদণ্ড এবং চিকিৎসক পেশায় কাজের অনুমতি বাতিল হয়ে যেতে পারে।
ডেভিড ওয়ালগ্রেন অভিযোগ করেন, চিকিৎসক হিসেবে মারের বোঝা উচিত ছিল, অতিরিক্ত ওষুধ সেবন করা মাইকেলের ঠিক হচ্ছে না। তিনি পপতারকার স্বাস্থ্যের ব্যাপারে সচেতন ছিলেন না। পাঁচ সপ্তাহের মধ্যে বিচারকাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
No comments