হাবিয়ারিমানাকে স্বদেশে পাঠানোর আবেদন প্রত্যাখ্যান করল ফ্রান্স
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানার স্ত্রী আগাথ হাবিয়ারিমানাকে স্বদেশে পাঠানোর আবেদন গতকাল বুধবার ফ্রান্সের একটি আদালত খারিজ করে দিয়েছেন।
১৯৯৪ সালে রুয়ান্ডায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর ফরাসি সেনারা আগাথকে উদ্ধার করে ফ্রান্সে নিয়ে যায়। এর পর থেকে তিনি ফ্রান্সে বসবাস করছেন।
১৯৯৪ সালের ৬ এপ্রিল গুলি করে বিমান ভূপাতিত করলে তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল নিহত হন। তিনি ছিলেন হুতু সম্প্রদায়ের। হুতু বিদ্রোহীদের অভিযোগ, তুতসিরা এ হত্যাকাণ্ড ঘটায়। এর জেরে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।
কয়েক ঘণ্টার মধ্যে রাজধানী থেকে সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তুতসি ও উদারপন্থী হুতু সম্প্রদায়ের আট লাখেরও বেশি সদস্য নিহত হয়।
রুয়ান্ডার কর্তৃপক্ষের অভিযোগ, আগাথ ওই গণহত্যার পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখেন। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আগাথ।
১৯৯৪ সালে রুয়ান্ডায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর ফরাসি সেনারা আগাথকে উদ্ধার করে ফ্রান্সে নিয়ে যায়। এর পর থেকে তিনি ফ্রান্সে বসবাস করছেন।
১৯৯৪ সালের ৬ এপ্রিল গুলি করে বিমান ভূপাতিত করলে তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল নিহত হন। তিনি ছিলেন হুতু সম্প্রদায়ের। হুতু বিদ্রোহীদের অভিযোগ, তুতসিরা এ হত্যাকাণ্ড ঘটায়। এর জেরে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।
কয়েক ঘণ্টার মধ্যে রাজধানী থেকে সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তুতসি ও উদারপন্থী হুতু সম্প্রদায়ের আট লাখেরও বেশি সদস্য নিহত হয়।
রুয়ান্ডার কর্তৃপক্ষের অভিযোগ, আগাথ ওই গণহত্যার পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখেন। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আগাথ।
No comments