নির্বাসন থেকে দেশে ফিরেছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া দুই বছর নিকারাগুয়ায় নির্বাসনে থাকার পর গত শনিবার দেশে ফিরেছেন। ২০০৯ সালে একটি সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর তাঁকে নির্বাসনে পাঠানো হয়।
শনিবার ব্যক্তিমালিকানাধীন একটি বিমানে করে নিকারাগুয়া থেকে হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপার বিমানবন্দরে অবতরণ করেন জেলায়া। এ সময় হাজার হাজার সমর্থক তাঁকে শুভেচ্ছা জানান। গত সপ্তাহে কলম্বিয়ায় হন্ডুরাসের বর্তমান প্রেসিডেন্ট পোরফিরিও লোবোর সঙ্গে একটি চুক্তি সই করেন জেলায়া। ওই চুক্তির পর তাঁর দেশে ফেরার পথ সুগম হয়।
আইনসভাকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তনের চেষ্টার অভিযোগে ২০০৯ সালের ২৮ জুন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় হন্ডুরাসের সামরিক বাহিনী।
শনিবার ব্যক্তিমালিকানাধীন একটি বিমানে করে নিকারাগুয়া থেকে হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপার বিমানবন্দরে অবতরণ করেন জেলায়া। এ সময় হাজার হাজার সমর্থক তাঁকে শুভেচ্ছা জানান। গত সপ্তাহে কলম্বিয়ায় হন্ডুরাসের বর্তমান প্রেসিডেন্ট পোরফিরিও লোবোর সঙ্গে একটি চুক্তি সই করেন জেলায়া। ওই চুক্তির পর তাঁর দেশে ফেরার পথ সুগম হয়।
আইনসভাকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তনের চেষ্টার অভিযোগে ২০০৯ সালের ২৮ জুন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় হন্ডুরাসের সামরিক বাহিনী।
No comments