থারাঙ্গা পজিটিভ হয়েছিলেন!
বিশ্বকাপের মাঝামাঝি ছড়িয়েছিল, ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন তিলকরত্নে দিলশান। পরে জানা গেল, দিলশানের ডোপ টেস্টই হয়নি। এখন শোনা যাচ্ছে, পজিটিভ হয়েছিলেন আসলে উপুল থারাঙ্গা! সানডে টাইমস-এর দাবি, শিগগিরই ব্যাপারটার তদন্ত করতে যাচ্ছে আইসিসি। থারাঙ্গা নাকি একজন আইনজীবীও নিয়োগ দিয়েছেন। থারাঙ্গার মূত্রনমুনায় নিষিদ্ধ প্রেডনিসোলন পেয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। পজিটিভ হওয়ার পর আইসিসির কাছে লিখিত বিবৃতিতে থারাঙ্গা জানিয়েছেন, তাঁকে এই ওষুধ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন খ্যাতিমান একজন চিকিৎসক। শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীরসহ আরও অনেক ক্রিকেটার কলম্বোতে গিয়ে এই চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। অ্যাজমাসহ আরও অনেক রোগের ক্ষেত্রেই প্রেডনিসোলন ব্যবহার করা হয়। থারাঙ্গার অ্যাজমার সমস্যা অনেক দিন ধরে। শ্রীলঙ্কা ক্রিকেটের অস্থায়ী কমিটির সচিব নিশান্থা রানাতুঙ্গা অবশ্য থারাঙ্গার পজিটিভ হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন।
No comments